ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনা

জনগণের ওপর ভ্যাটের বোঝা চাপানো আত্মঘাতী সিদ্ধান্ত

প্রকাশিত: ০৫:৫৫, ১৯ জুন ২০১৭

জনগণের ওপর ভ্যাটের বোঝা চাপানো আত্মঘাতী সিদ্ধান্ত

সংসদ রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারী দল প্রস্তাবিত বাজেটের প্রশংসা করলেও বিরোধী দলের গণহারে ভ্যাট আরোপের সমালোচনা করে বলেছেন, আগামী নির্বাচনকে ঘিরে যখন দেশী-বিদেশী অপশক্তিরা সোচ্চার, সেই সময় বাজেটে জনগণের ওপর ভ্যাটের বোঝা চাপানোর প্রস্তাব অবশ্যই আত্মঘাতীমূলক সিদ্ধান্ত। নির্বাচনীমূলক বাজেট না দিয়ে আবগারি শুল্ক বৃদ্ধি, সঞ্চয়পত্রের সুদের হার হ্রাস, কৃষি যন্ত্রপাতির ওপর শুল্ক বৃদ্ধি সর্বোপরি চালের দামের অস্বাভাবিক বৃদ্ধিতে সারাদেশেই জনমনে তীব্র অসন্তোষের সৃষ্টি করেছে। বাজেট পাসের আগে অবশ্যই এসব আত্মঘাতী প্রস্তাবগুলো সংশোধন করতে হবে। প্রথমে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং পরে ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে রবিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তারা এসব কথা বলেন। আলোচনায় অংশ নেন সাবেক বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকজ, সরকারী দলের কামাল আহমেদ মজুমদার, ফরহাদ হোসেন, সৈয়দা সাহেরা মহসিন, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাবিনা আকতার তুহিন, আবদুল বাতেন, আলী আজম, হোসেন আরা লুৎফা ডালিয়া, উম্মে রাজিয়া কাজল, জুয়েল আরেং, জাসদের লুৎফা তাহের, স্বতন্ত্র সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন, কামরুল আশরাফ খান, এবং বিরোধী দল জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও মোহাম্মদ নোমান। তবে সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত থাকলেও প্রয়োজনীয় সংখ্যক সদস্যের অনুপস্থিতির কারণে রবিবার অধিবেশন শুরু করতে আধা ঘণ্টা বিলম্ব ঘটে। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংসদ ভবনে পৌঁছে সরাসরি অধিবেশন কক্ষে যান। তখন অধিবেশন কক্ষে মাত্র ১৬ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। কার্যপ্রণালী বিধি অনুযায়ী অধিবেশন শুরু করতে হলে ৬০ জন সংসদ সদস্য উপস্থিত থাকতে হয়, যেটা কোরাম বলা হয়। রবিবার কোরাম পূর্ণ হতে প্রায় আধা ঘণ্টা সময় লাগে। সাড়ে ১০টার পরিবর্তে বেলা সাড়ে ১১টায় অধিবেশন শুরু হয়। বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেন, বিএনপি যখন বলে পকেট কাটার বাজেট তখন সন্দেহ হয়। তাদের আমলে বাংলাদেশ দুর্নীতিতে তিনবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতি কত প্রকার ও কীভাবে করতে হয় তা দেখিয়ে দিয়েছে বিএনপি। বিএনপির উচিত ছিল বাজেটের ফোকাসগুলো নিয়ে কথা বলা। কিন্তু তারা বাজেট নিয়ে কোন আলোচনা করেনি। কারণ তারা বাজেট বুঝে না। খালেদা জিয়া বিএনপি-জামায়াতের নেতৃত্বে অশুভ শক্তি অতীতেও বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করেছে, আগামীতেও করবে। নির্বাচনকে সামনে রেখে অশুভ পাঁয়তারা লক্ষ্য করছি। সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার চট্টগ্রামে পাহাড় ধসসহ দুর্যোগ প্রসঙ্গ টেনে বলেন, পাহাড় এখন মৃত্যু উপত্যাকা। দুর্যোগ মোকাবেলায় সরকার কী ব্যবস্থা নিয়েছে মানুষ জানতে চায়। একদিন ক্ষমতার বাইরে আসতে হবে। সেদিন কী জবাব দেবেন? তিনি বলেন, প্রস্তাবিত বাজেটটি নির্বাচনীমুখী হওয়া উচিত ছিল। সরকার যেভাবে ভ্যাটের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেয়া হয়েছে, তা অনাকাক্সিক্ষত। এ নিয়ে দেশের মানুষ হতাশ, নির্বাক। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা সোচ্চার। এমন অবস্থায় ভ্যাটের বোঝা বাড়ানো সরকারের জন্য আত্মঘাতীই হবে। তিনি বলেন, অর্থমন্ত্রীর ব্যাংকে সাধারণ মানুষের গচ্ছিত টাকার ওপরও নজর পড়েছে। আবগারি শুল্ক বৃদ্ধির ফলে জনমনে মারাত্মক অসন্তোষের সৃষ্টি করেছে। কৃষি যন্ত্রপাতিদের ওপর ১৫ ভাগ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, এর ফলে ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। পাহাড় এখন মৃত্যু উপত্যাকা। বেদনাবিধুর দুর্ঘটনার কথা কিছুদিন পর ভুলে যাই, কিন্তু সরকার মানুষের জীবন রক্ষায় কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, তার জবাব জনগণ চায়। শুধু অর্জন অর্জন বলে আত্মতুষ্টিতে না ভুগে ব্যর্থতাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান। তিনি বলেন, কেন চালের দাম সর্বনি¤œ ৫০ টাকা? কীভাবে এত বাড়ল, কীভাবে কমাবেন তা জানি না। নির্বাচন সামনে, অথচ সরকার মনে হয় নির্বিকার। শত শত কোটি টাকা বিদেশে পাচার এবং ব্যাংকগুলো থেকে লুটপাট হয়ে গেলেও সরকার কারও বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আবগারি শুল্ক বাস্তবায়ন হলে দেশ থেকে ২০০ কোটি টাকা পাচার হয়ে যাবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, পার্বত্য অঞ্চলে ভূমিধসে আহত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় আহতদের ২৪ ঘণ্টা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বর্তমানে চিকনগুনিয়া আক্রান্তরোধে বেশকিছু পদক্ষেপ বর্তমানে বাস্তবায়নাধীন রয়েছে। উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, দেশের দুই নেত্রীর বংশধর লন্ডনে বসবাস করে। একজন নেত্রীর পুত্র দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুটপাটকারী ও সন্ত্রাসী। চোরের মতো লন্ডনে রাজনৈতিক আশ্রয় নিয়ে বাস করছে। অন্য নেত্রীর ভাগ্নি যুক্তরাজ্যের নির্বাচিত সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর পুত্র তথ্যপ্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন, আর তার কন্যা মনোবিজ্ঞানী, যিনি অসহায় প্রতিবন্ধী শিশুদের নিয়ে অবিস্মরণীয় অবদান রেখে সারাবিশ্বের প্রশংসা ও স্বীকৃতি পাচ্ছেন। জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, গত নির্বাচনে জাতীয় পার্টি অংশ না নিলে দেশে গণতন্ত্র ও বর্তমান সংসদ থাকত কি না সন্দেহ। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়ে দেশকে অনিবার্য সঙ্কট ও সাংবিধানিক শূন্যতা থেকে রক্ষা করেছে। গাধা, খচ্চরের ওপরে ভ্যাট প্রত্যাহার করা হলেও উচ্চহারে ভ্যাট ও শুল্কারোপের ফলে দেশের গণমাধ্যম অস্তিত্ব সঙ্কটের মুখে পড়বে। অনেক পত্রিকা এর ফলে বন্ধ হয়ে যেতে পারে। জাসদের লুৎফা তাহের বলেন, বাজেটে যেভাবে ভ্যাটের আওতা বৃদ্ধি করা হয়েছে তাতে দেশের জনগণের মারাত্মক ক্ষতি হবে। তিনি ব্যাংক আমানত থেকে আবগারি শুল্প প্রত্যাহারের দাবি জানান। এফবিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে শত শত মানুষকে পুড়িয়ে হত্যার কারণে বিএনপি অনেক আগেই সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন জনগণকে বিভ্রান্ত করতে রূপকল্প দিচ্ছে। কিন্তু দেশের জনগণ তাদের আর কোনদিন গ্রহণ করবে না। জাতীয় পার্টির মোহাম্মদ নোমান প্রস্তাবিত বাজেটকে ‘বেদনার বেলা ভূমিতে দাঁড়িয়ে বেদনার অট্টহাসি’ মন্তব্য করে বলেন, দুর্নীতি বন্ধ না হলে ভ্যাটের আওতা বাড়িয়ে কোন লাভ হবে না। এই বাজেট মধ্যবিত্ত ও নি¤œবিত্তদের ভোগান্তি বাড়াবে। যার কাছে (অর্থমন্ত্রী) চার হাজার কোটি কিছুই ছিল, তার কাছে এক লাখ টাকা বড় হয়ে গেল? কথায় কথায় রাবিশ, তার কথায় জনগণ হাসে, আমরাও হাসি। এটা বয়সের কারণে কি না জানি না।
×