ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পোশাক শ্রমিকদের বোনাস ও বেতন ২২ জুনের মধ্যে পরিশোধের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ জুন ২০১৭

পোশাক শ্রমিকদের বোনাস ও বেতন ২২ জুনের মধ্যে পরিশোধের অনুরোধ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি ॥ তৈরি পোশাক শ্রমিকদের ঈদের বোনাস ও বেতনসহ পাওনা ২২ জুনের আগে পরিশোধ করতে কারখানার মালিকদের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদ-উল-ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা, গার্মেন্টস শ্রমিকদের কল্যাণ নিশ্চিত ও ঈদপূর্ব বেতন-ভাতাদি পরিশোধ, সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখা’ নিয়ে এক বৈঠকের পর তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তাঘাটে যানজটের চাপ কমাতে এবারও পোশাক শ্রমিকদের পর্যায়ক্রমে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ছুটি দিতে বলা হয়েছে। এর আগে সব কারখানার শ্রমিকদের পাওনা, বোনাস ও বেতন পরিশোধের কথা মালিকদের বলা হয়েছে। সভায় দেশের তৈরি পোশাক শিল্পমালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা উপস্থিত ছিলেন। কামাল বলেন, তারা আমাকে আশ্বস্ত করেছেন, নিয়মতান্ত্রিকভাবে শ্রমিকদের বেতন-বোনাস দেয়া হবে। ঈদ সামনে রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কপথে মানুষ যাতে যানজটের ভোগান্তিতে না পড়ে সেদিকে দৃষ্টি রেখে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ছুটিতে রাজধানীতে চুরি-ডাকাতি রোধে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া কূটনৈতিক পাড়ার জন্যও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কোন ধরনের সস্ত্রাসী হুমকি না থাকলে যে কোন ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সক্ষম বলে মন্তব্য করেন তিনি। পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান ও বিকেএমইএ সভাপতি সাংসদ সেলিম ওসমানসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×