ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ বিক্ষোভ

ফখরুলের গাড়ি বহরে হামলার নিন্দায় বেগম জিয়া

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ জুন ২০১৭

ফখরুলের গাড়ি বহরে হামলার নিন্দায় বেগম জিয়া

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচী পালন করবে বিএনপি। ঘটনার পর পর কুমিল্লা থেকে দলের পক্ষে এ কর্মসূচী ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদ রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে দলের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ৭ বিক্ষোভকারীকে আটক করেছে বলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে জানানো হয়। তবে পুলিশ ৫ জনকে আটকের কথা জানিয়েছে। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার প্রতিবাদ জানাতে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। রবিবার বিকেলে এক টুইট বার্তায় তিনি বলেন, বিএনপি মহাসচিবসহ দলের প্রতিনিধি দলের ওপর হামলা পরমতসহিষ্ণুতার ওপর হামলা, এ হামলার পরিণাম শুভ হবে না। এই ন্যক্কারজনক হামলার নিন্দা জানাবার ভাষা নেই। অন্য আরেকটি টুইটে খালেদা জিয়া বলেন, এ হামলা গণতন্ত্র, রাজনীতি, নাগরিক অধিকার ও পরমতসহিষ্ণুতার ওপর হামলা। এর পরিণাম শুভ হবে না। হামলাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি খালেদার বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতাদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। রবিবার গুলশানের ইমানুয়েল কনভেনশন সেন্টারে জাতীয় পার্টি (কাজী জাফর) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। খালেদা জিয়া বলেন, বিএনপি নির্বাচনে অংশ নেবে সেই ভয়ে আওয়ামী লীগ ভীত হয়ে পড়েছে। আর এ কারণেই আওয়ামী লীগের সন্ত্রাসীরা মির্জা ফখরুলের ওপর হামলা করেছে। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে নির্বাচন হবে না। সেই নির্বাচনে কেউ অংশ নেবে না। সেই নির্বাচন হতে দেয়া হবে না। ঈদের পরপরই সহায়ক সরকারের রূপরেখা দেব। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হবে। সেই নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে। জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি টিআইএম ফজলে রাব্বির সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির মহাসচিব মোস্তফা জামাল হায়দার প্রমুখ। এদিকে রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। বিবৃতিতে তিনি বলেন, পাহাড় ধসে রাঙ্গামাটির বিধ্বস্ত জনপদ ও মাটিচাপায় হতাহতদের পাশে দাঁড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় টিম রাঙ্গামাটি যাওয়ার পথে ইসাখালী নামক স্থানে সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা নেতৃবৃন্দের গাড়িবহরের ওপর বর্বরোচিত হামলা চালায়। হামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাঁর সফরসঙ্গী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ মীর ফাওয়াজ হোসেন শুভ, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বকরসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। এ ধরনের ন্যক্কারজনক ও কাপুরুষোচিত হামলায় ধিক্কার জানাচ্ছি। বিভিন্ন দলের নিন্দা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ-সহযোগী সংগঠন। রবিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো তাৎক্ষণিক বিবৃতিতে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, মির্জা ফখরুলের গাড়িবহরের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনার মধ্য দিয়ে তাদের আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রই ফুটে উঠেছে। এ থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, সরকার পাহাড় ধসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এলাকার প্রকৃত অবস্থা দেশবাসীকে জানতে দিতে চায় না। খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ত্রাণবাহী গাড়িবহরে হামলা সরকারী দলের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, সরকার তার ব্যর্থতা আড়াল করতে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপকৌশল গ্রহণ করবে না বলেই আমরা বিশ্বাস করতে চাই। সরকারের উচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বলেন, আওয়ামী লীগ দুর্দশাগ্রস্ত মানুষকে সাহায্য করে না এবং কাউকে সাহায্য করতে দিতেও চায় না। মানুষ কতটা বর্বর হলে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাওয়া কোন দলের ওপর নির্লজ্জ হামলা করতে পারে। জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক হেলাল খান এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, রাজনৈতিক ও মানবতা বিবর্জিত। সরকার সারা দেশের মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ ও সদস্য সচিব আবদুল হাই শিকদার এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তি দাবি করেছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, এ ঘটনা সরকারের ও সরকারী দলের স্বৈরতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। এসব হামলার পরিণতি কখনই ভাল হয় না। আ স ম রব এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেছেন, এসব হামলার পরিণতি কখনই ভাল হয় না।
×