ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দ্রুত সহায়তা কামনা

লাইফ সাপোর্টে বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা

প্রকাশিত: ০৫:৫১, ১৯ জুন ২০১৭

লাইফ সাপোর্টে বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা

দেলওয়ার হোসেন, সুইডেন থেকে ॥ সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা গেরিলা কমান্ডার, শত্রুদের হাত থেকে মিরপুর, মোহাম্মদপুর মুক্ত করার অকুতোভয় নায়ক, মামা বাহিনীর প্রধান কাতার হাসপাতালে চিকিৎসাধীন শহীদুল হক মামার সঙ্কটজনক অবস্থার উন্নতি ঘটছে ধীর গতিতে। লাইফ সাপোর্ট থেকে তাকে নেয়া হয়েছে করোনারি কেয়ার ইউনিটে। তিনি মাঝে মাঝে চোখ খুলে তাকাতে শুরু করেছেন। কানের কাছে জোরে কথা বললে তা তিনি শুনতে পান এবং নির্বাক থেকে নিরবে ঝরাচ্ছেন অশ্রুজল। তার অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালের ডাক্তাররা রোগীকে সুইডেনে পাঠাতে রাজি হচ্ছেন না। এয়ার এ্যাম্বুলেন্সে তাকে সুইডেনে আনতে গেলে যে বিরাট অঙ্কের অর্থ প্রয়োজন, তার সামর্থ্য নিঃস্ব এই মুক্তিযোদ্ধার পরিবারটির নেই। মাসাধিককাল কাতারে অবস্থানের পর বিপুল ব্যয়ভার বহনে অসমর্থ হওয়ার কারণে তার স্ত্রী-কন্যা সুইডেনে ফিরে এসেছেন। একমাত্র ছেলে খালেদ প্রাণপ্রিয় বাবাকে দেখ-ভাল করার জন্য সেখানে হোটেলে অবস্থান করছেন। বিপুল এই আর্থিক ব্যয়ভার বহন করতে এই পরিবারটি হিমসিম খাচ্ছেন। ২৮ এপ্রিল ঢাকা থেকে সুইডেন ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়ার পর থেকে শহীদুল হক মামা কাতারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই বীর মুক্তিযোদ্ধার সঙ্কটজনক শারীরিক অবস্থা ও চিকিৎসার ব্যয়ভার বহনে আর্থিক দৈন্যের খবর দেশের মিডিয়ায় প্রকাশিত হলেও এ পর্যন্ত সরকারের কোন মহল থেকে সাহায্য-সহযোগিতার আশ্বাস পাওয়া যায়নি। শহীদুল হক মামার স্ত্রী এই প্রতিবেদককে জানান, অতি সম্প্রতি সুইডেন সফরে আসা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বিষয়টি তাকে অবহিত করার ইচ্ছা থাকলেও দুর্ভাগ্যজনক কারণে সেই সুযোগটি তার হয়ে ওঠেনি। তবে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে সুইডেনে। শহীদুল হক মামার অসহায় পরিবারটি এখন প্রধানমন্ত্রীর কৃপা লাভের আশায় দিন গুনছেন।
×