ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকারী দল এ ঘটনা ঘটিয়েছে ॥ ফখরুল তদন্ত ও ব্যবস্থা নেয়া হবে ॥ কাদের

রাঙ্গামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় বিএনপির গাড়ি বহরে হামলা

প্রকাশিত: ০৫:৫০, ১৯ জুন ২০১৭

রাঙ্গামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় বিএনপির গাড়ি বহরে হামলা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি পরিদর্শনে যাওয়ার পথে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আক্রান্ত হয়েছে বিএনপি নেতৃবৃন্দের গাড়িবহর। এতে আহত হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদসহ ৫ নেতা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা এলোপাতাড়ি পাথর ছোড়ে এবং লাঠিসোটা নিয়ে গাড়িতে ভাংচুর চালায়। আক্রান্ত হওয়ার পর রাঙ্গামাটি না গিয়ে চট্টগ্রামে ফিরে আসেন নেতৃবৃন্দ। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, এ হামলা দেশের গণতন্ত্রের ওপর। আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে দলটি যে গণতন্ত্রে বিশ্বাস করে না তারই প্রমাণ হয়েছে এর মাধ্যমে। হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। এছাড়া সোমবার দেশের সকল বিভাগীয় ও জেলা শহর এবং সকল উপজেলায় বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেছে দলের পক্ষ থেকে। এদিকে বিএনপির মহাসচিবের গাড়ি বহরের ওপর এ হামলার ঘটনাকে খুবই অন্যায় হিসাবে মন্তব্য করে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দ রবিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রামে অবতরণ করার পর সেখান থেকে সড়কপথে রওনা হন রাঙ্গামাটির উদ্দেশ্যে। তাঁর সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব) রুহুল আমিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং চট্টগ্রামের নেতৃবৃন্দ। সঙ্গে তারা কিছু ত্রাণ সামগ্রীও নিয়ে যাচ্ছিলেন। বহরটি রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালি এলাকায় গিয়ে পৌঁছার পর আক্রান্ত হয়। ২০ থেকে ২৫ জনের একটি দল আচমকা লাঠিসোটা এবং ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলে পড়ে। এলোপাতাড়ি পাথর নিক্ষেপ এবং লাঠির আঘাতে ভেঙ্গে যায় গাড়ির কাঁচ। আর কাঁচের আঘাতে রক্তাক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুসহ অন্তত ৫ জন। সেখানে ৪টি গাড়ি ভাংচুর হয়। এমতাবস্থায় তারা রাঙ্গামাটির দিকে না গিয়ে চট্টগ্রামে ফিরে আসেন। চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকারদলীয় সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে। তিনি বলেন, আমাদের ওপর হামলা বড় কথা নয়। এটি দেশের গণতন্ত্রের ওপর হামলা। আমরা রাঙ্গামাটিতে কোন জনসভা করতে যাচ্ছিলাম না। আমরা সেখানে যাচ্ছিলাম দুর্গম অসহায় মানুষের পাশে দাঁড়াতে। কিন্তু এ হামলার মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করেছে যে, তারা মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে গণতন্ত্রে বিশ্বাস করে না। তাদের মধ্যে কোন ধরনের সহনশীলতা নেই। সরকার সম্পূর্ণ গায়ের জোরে ফ্যাসিস্ট কায়দায় দেশ পরিচালনা করছে। যারা গণতন্ত্রে এবং রাজনীতিতে মুক্ত চিন্তায় বিশ্বাস করে তাদের ওপরই এ হামলা। বিএনপি মহাসচিব জানান, আমরা সকালে বিমানবন্দর থেকে চট্টগ্রামের নেতারাসহ রাঙ্গামাটির উদ্দেশে রওনা দিই। রাঙ্গুনিয়ার ইছাখালি পর্যন্ত যাওয়ার পর শুরু হয় প্রচ- বৃষ্টি। ঠিক তখনই ‘জয় বাংলা’ সেøাগান দিয়ে গাড়িবহরে আচমকা হামলা চালায় ৩০ থেকে ৪০ জনের একটি দল। তাদের কাছে ছিল রাম দা, লাঠিসোটা, লোহার রড, হকিস্টিক এবং বড় বড় পাথরের টুকরো। পাথরের আঘাতে আমীর খসরু মাহমুদ চৌধুরীর গাড়ির সামনের কাঁচ ভেঙ্গে যায়। পরে তারা হকিস্টিক ও লাঠি নিয়ে আমাদের গাড়িতেও হামলা চালায়। এতে খসরুর হাত রক্তাক্ত হয়েছে। রুহুল আমিন এবং শামীমও মাথায় আঘাত পেয়েছেন। নিরাপত্তার কথা চিন্তা করে আমরা আর রাঙ্গামাটিতে যাইনি। সঙ্গে যে ত্রাণ সামগ্রী নেয়া হচ্ছিল তা স্থানীয় নেতৃবৃন্দ বিতরণ করবেন। সোমবারই বিভাগীয় একটি দল রাঙ্গামাটি যাবে। রাঙ্গুনিয়া এলাকায় বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার খবরে রাঙ্গামাটিতে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় বিএনপি। রাঙ্গুনিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল কর্মসূচী ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় পর্যায় থেকে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচী ঘোষণা করেন। রাজধানীর প্রতি থানা, দেশের প্রত্যেকটি বিভাগীয় ও জেলা শহর এবং উপজেলা পর্যায়ে এ কর্মসূচী পালিত হবে। তিনি বলেন, রাঙ্গুনিয়ায় যা হয়েছে তা একটি পরিকল্পিত হামলা। এদিকে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার ঘটনাটিকে অত্যন্ত অন্যায় হিসাবে উল্লেখ করে এ ঘটনা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, হামলা যারাই করুক না কেন এটি খুবই অন্যায়। এ বিষয়ে আইজি, চট্টগ্রামের ডিসি এবং এডিশনাল এসপির সঙ্গে কথা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রবিবার ঢাকা বিমানবন্দর সড়কে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এ নেতা। প্রসঙ্গক্রমে তিনি বলেন, বিএনপির ভেতরেই অনেক বিবাদ রয়েছে। তারা নিজেরাই মারামারিতে লিপ্ত। তবে রাঙ্গুনিয়ার ঘটনাটিকে আমি সেখানে দেখছি না। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদের নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়াতে ঘটেছে এ হামলার ঘটনা। সঙ্গত কারণেই অভিযোগের তীর সরকারদলীয় এ নেতার দিকে। এ প্রসঙ্গে হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, তিনি এমন একটি ঘটনার কথা শুনেছেন। তবে জেনেছেন, ওই গাড়িবহরের আঘাতে ওই এলাকার দুই পথচারী আহত হয়েছেন। এতে বিক্ষুব্ধ মানুষরা এ হামলা চালিয়েছে। ত্রাণ বিতরণের জন্য রাঙ্গামাটি না গিয়ে ফিরে আসার সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ঘটনাটি বিএনপির সাজানো নাটকও হতে পারে। মহাসচিবের ওপর নয়, গণতন্ত্রের ওপর হামলা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের ওপর হামলা করা হয়নিÑ এ হামলা করা হয়েছে গণতন্ত্রের ওপর। যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডাররা এ হামলা চালিয়েছে। এই সরকার সাধারণ মানুষের ওপর হামলা ও নির্যাতন করতে দলের ছাত্রলীগ এবং যুবলীগকে লেলিয়ে দিয়েছে। এ হামলা করে সরকার প্রমাণ করল তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না। রবিবার কুমিল্লার আদালতে একটি মামলায় হাজিরা দিতে আসা রুহুল কবির রিজভী দুপুরের দিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। এই সরকার গণবিরোধী সরকার, দানব সরকার উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের সময়ে কোন উন্নয়ন হয়নি, হয়েছে দুর্নীতি লুটপাট আর চাঁপাবাজির উন্নয়ন। ভোটারবিহীন সরকারের পতন না হওয়া পর্যন্ত এ দেশের মানুষের কোন নিরাপত্তা থাকবে না। এ হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনে রিজভী সোমবার সারা দেশের জেলা সদর, মহানগর এবং ঢাকা মহানগরের প্রতিটি থানায় বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করেন। ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাঙ্গামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও জেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে প্রতিবাদ সমাবেশে করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিখ আদনান, জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ চৌধুরী আবু নূর, সাধারণ সম্পাদক মাহাবুর হোসেন তুহিন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ কায়েস প্রমুখ।
×