ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নওগাঁয় চৌকিদার ও পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

প্রকাশিত: ০১:৩০, ১৮ জুন ২০১৭

নওগাঁয় চৌকিদার ও পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ রবিবার সকাল সাড়ে ১০ টায় নওগাঁ পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা” অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, বিপিএম, পিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই ডাকাতি প্রতিরোধে সাহসী ভূমিকা পালনের জন্য বদলগাছী উপজেলার পারশাফিলা গ্রামের মোঃ ফজলে আজিজ চৌধুরীকে পুলিশ সুপার ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর তিনি মান্দা উপজেলার চৌবাড়ীয়া হাটের চৌকিদার মোঃ আনোয়ার হোসেন (৩৫), মোঃ গোলজার হোসেন (৩০), মোঃ ইকবাল হোসেন (৩৫), মোঃ আনসার আলী সোনার (৫৫), মোঃ মুনসুর রহমান (৫৫), মোঃ বাবুল বেগ (৪০) ও মোঃ আফজাল হোসেন (৪০) কে ডাকাতি প্রতিরোধে পুলিশকে সাহসিকতার সহিত সহযোগিতা করার জন্য তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও আর্থিক পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া পুলিশ সুপার মে/১৭ মাসের মাদকদ্রব্য উদ্ধার, আসামী গ্রেফতার ও অন্যান্য ক্ষেত্রে প্রশংসনীয় ভূমিকা পালনের জন্য বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করেন। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম খান, শ্রেষ্ঠ গ্রেফতারকারী নওগাঁ সদর মডেল থানার এসআই মোঃ আব্দুল আনাম, শ্রেষ্ঠ উদ্ধারকারী সাপাহার থানার এসআই মোঃ শাহরিয়ার পারভেজ, বিশেষ পুরষ্কার নিয়ামতপুর থানার এসআই মোঃ লালবুর রহমান, শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার সার্জেন্ট গোপাল চন্দ্র মন্ডল, শ্রেষ্ঠ গ্রেফতারকারী নওগাঁ সদর মডেল থানার এএসআই মোঃ আহসান হাবীব, ও শ্রেষ্ঠ উদ্ধারকারী জেলা গোয়েন্দা শাখার এএসআই মোঃ উজ্জল হোসেনকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। সভায় বিদায়ী (পিআরএল) কং/৪০৫ মোঃ মমতাজ উদ্দিন সরদার বিপি-৫৮৭৭০৬৬০৮২ কে সন্মাননা ক্রেষ্টসহ ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী বিতরণ করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ রকিবুল আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল লিমন রায়, অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সাপাহার সার্কেল মোঃ সামিউল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, ডিএসবি ফারাজানা হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মান্দা সার্কেল মোঃ হাফিজুল ইসলাম, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম, ডিআইও-১ মোঃ মোসলেম উদ্দিন, এবং সকল থানার অফিসার ইনচার্জ ও তদন্ত, নওগাঁ সহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। সব শেষে পুলিশ সুপার, আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
×