ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মাদারীপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যা

প্রকাশিত: ০০:২৯, ১৮ জুন ২০১৭

মাদারীপুরে যৌতুকের দাবীতে গৃহবধূকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ মাদারীপুরে যৌতুকের দাবীতে শারমিন আক্তার (২২) নামে এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে করেছে। শনিবার রাত ১১টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের খাড়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তিন বছর আগে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মোসলেম শরীফের ছেলে শহীদ শরীফের সাথে পার্শ্ববর্তী করকান্দি গ্রামের আজিজ গৌড়ার মেয়ে শারমিনের বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের দাবীতে বিভিন্ন সময় স্বামী শহীদ শারমিনকে মারধর করত। শারমিনের পরিবারের পক্ষ থেকে কয়েক দফা দেড় লাখ টাকা যৌতুকও দেয়া হয়। এরপর আরো যৌতুকের দাবীতে শনিবার রাতে শারমিনকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুটিয়ে রাখা হয় বলে অভিযোগ করা হয়। পরে শিবচর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে স্বামী শহীদ শরীফ পলাতক রয়েছে। নিহত শারমিনের দুইটি সন্তানও রয়েছে। নিহতের বড় ভাই জসিম উদ্দিন বলেন, ‘আমার বোনকে নির্যাতন করে মেরে ফেলেছে, এতে কোন সন্দেহ নাই। শনিবার সকালে আমাদের বাড়িতে আসছিল আমার বোন, তারপর শ^শুড়বাড়িতে যাবার পর ওর স্বামী শ্বাসরোধ করে মেরে পালিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন ভুইয়া জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
×