ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তরায় ভবনের ছাদ থেকে আত্মহত্যার চেষ্টাকারী নারীকে উদ্ধার

প্রকাশিত: ২১:৪৪, ১৮ জুন ২০১৭

উত্তরায় ভবনের  ছাদ থেকে আত্মহত্যার চেষ্টাকারী নারীকে উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরার একটি বহুতল ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টাকালে এক নারীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ওই নারীকে পুলিশ ও তার পরিবারের সদস্যরা আত্মহত্যা না করার বিষয়ে নানা উপদেশ দিচ্ছেন। শনিবার বিকেল চারটার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কের একটি বাসায় ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস কর্মকর্তা শফিকুল ইসলাম বলছেন, একটি মেয়ে বহুতল বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করছে বলে তাদের কাছে খবর আসে। তারা দ্রুত বাড়ির নিচে হাজির হন। ফায়ার সার্ভিসের কয়েকজন ভবনের নিচে অবস্থান নেয়। অন্যরা ছাদে উঠে। ছাদে ওঠা ফায়ার সার্ভিসের কর্মীরা ওই নারীকে উদ্ধার করতে সক্ষম হন। উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ ইবনে সাইফ জানান, উদ্ধারকৃত ওই নারী এইচএসবিসি ব্যাংকে চাকরি করেন। তাদের সাড়ে পাঁচ বছর বয়সের একটি মেয়ে আছে। দাম্পত্য কলহের জের ধরে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত নারী ও তার পরিবারের সদস্যদের থানায় ডেকে আনা হয়েছে। ওই নারীকে আত্মহত্যা না করার বিষয়ে নানাভাবে বুঝানো হচ্ছে। ওই নারীকে বুঝিয়ে শুনিয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ওই নারীর চিকিৎসার প্রয়োজনীয়তা আছে কিনা সে বিষয়ে তার পরিবারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওই নারীর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নিবে তার পরিবার। দেশের প্রচলিত আইনে আত্মহত্যার চেষ্টা ফৌজদারি অপরাধ। ওই নারী যেহেতু শেষ পর্যন্ত আত্মহত্যা থেকে রক্ষা পেয়েছেন এবং আত্মহত্যা করেননি, এজন্য তার বিরুদ্ধে কোন মামলা হচ্ছে না।
×