ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডাক্তারদের প্রতি বিএমএ

প্রাইভেট প্র্যাকটিস আজ থেকে ২৪ ঘণ্টা বন্ধ রাখুন

প্রকাশিত: ০৮:০০, ১৮ জুন ২০১৭

প্রাইভেট প্র্যাকটিস আজ থেকে ২৪ ঘণ্টা বন্ধ রাখুন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন-বিএমএ চিকিৎসকদের আজ রবিবার সকাল থেকে ২৪ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন শনিবার জানান, পূর্বঘোষিত কর্মসূচী অনুযায়ী রবিবার চিকিৎসকরা ব্যক্তিগত চেম্বারে রোগী দেখবেন না। তবে এ সময় ক্লিনিক ও বেসরকারী হাসপাতালগুলোতে জরুরী চিকিৎসা সেবা দেয়া হবে। চিকিৎসক ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের প্রতিবাদ এবং নিরাপদ কর্মস্থলের দাবিতে গত ২৮ মে সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের জরুরী সভায় নতুন কর্মসূচী পালনের সিদ্ধান্ত হয়। গত ১১ জুন এই কর্মসূচীর ঘোষণা দিয়ে বিএমএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক ৭৩ জন চিকিৎসক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এছাড়া শতাধিক হাসপাতাল ও চিকিৎসা সেবাকেন্দ্র ভাংচুর করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে চিকিৎসকরা রাজপথে নামতে বাধ্য হয়েছে দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্রুত দাবি মানা না হলে ঈদের পর আরও কঠোর আন্দোলন কর্মসূচী দেবে বিএমএ। আগামী ৩ জুলাই বিএমএর কার্যকরী পরিষদের বর্ধিত সভায় আলোচনা করে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে বলেও জানিয়েছে সংগঠনটি।
×