ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল জন্মবার্ষিকী উদ্যাপন

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৭:১৩, ১৮ জুন ২০১৭

ক্যাম্পাস সংবাদ

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রতি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বনানীর সেমিনার হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আব্দুল হাকিম। রবীন্দ্র-নজরুল স্মরণে গান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ড. এম. শমশের আলী। তিনি বাংলা সাহিত্যের দুই মহীরুহ রবীন্দ্রনাথ ও নজরুল সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করেন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত এবং নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফকরুদ্দীন আহমেদ, এসপিপি, পিএসসি (অব), বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। ক্যাম্পাস প্রতিবেদক
×