ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৭:১১, ১৮ জুন ২০১৭

টুকরো খবর

হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৭ জুন ॥ মোহনগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হয়ে এক কলেজ ছাত্র প্রাণ হারিয়েছে। মোজাম্মেল হক শুভ নামের ওই ছাত্র বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীতে পড়ত। তার বাবার নাম মঞ্জিল মিয়া, গ্রামের বাড়ি বড়তলী বানিয়াহারী ইউনিয়নের উলুকান্দায়। জানা যায়, গত ১১ জুন বিকেলে পৌর শহরের শেখবাড়ী ব্রিজের নিকটে দেওথান গ্রামের সাগর মিয়ার পুত্র সমাপ্ত, টেংগাপাড়ার আঃ মন্নানের ছেলে রিসাত, নওহালের চন্দন মিয়ার ছেলে সীমান্ত জোট হয়ে শুভকে খুন করার উদ্দেশ্যে আক্রমণ করে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শুভ। রাতেই খুনী রিসাতকে গ্রেফতার করেছে মোহনঞ্জ থানা পুলিশ। জাবিতে বাজেট ঘোষণা জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২শ’ ৩২ কোটি ৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বার্ষিক সিনেট অধিবেশনের ৩৬তম সভায় এ বাজেট পেশ করা হয়। জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বেলা আড়াইটায় এ অধিবেশন শুরু হয়। অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের ২০১৬-২০১৭ অর্থ বছরের ২শ’ ৯ কোটি ৮২ লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য ২শ’ ৩২ কোটি পাঁচ লাখ টাকার মূল বাজেট পেশ করেন। পরে সিনেট সদস্যরা তা অনুমোদন করেন। এবারের ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে ১৪টি খাতে সাত কোটি ৯৩ লাখ টাকা এবং ২০১৬-১৭ অর্থ বছরের সংশোধিত বাজেটে ১৯টি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। বাজেটের ২শ’ ৩২ কোটি পাঁচ লাখ টাকার মধ্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ১৭ কোটি ৮০ লাখ টাকা এবং ২শ’ ১৩ কোটি ৩৫ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের অনুদান। সীতাকু-ে শিবিরকর্মী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সীতাকু-, চট্টগ্রাম, ১৭ জুন ॥ সীতাকু-ে ৩০ মামলার আসামি শিবিরকর্মী দিদারুল আলম ভুট্টুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৌরসদর আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সীতাকু- থানার ওসি তদন্ত জানান, ২০১৩-১৪ সালে নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী মহাসড়কে গাড়ি ভাংচুর, গাড়িতে আগুন ও নির্বাচনকালীন বিভিন্ন নাশকতামূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারকৃত আসামি ভুট্টুর বিরুদ্ধে ত্রিশটি মামলা রয়েছে। তার মধ্যে আটারো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এ শিবির ক্যাডার ভুট্টু। তাকে ওয়ারেন্টভুক্ত মামলার আসামি দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামি গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ১৭ জুন ॥ দুর্গাপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ৪ আসামিকে নেত্রকোনা জেলহাজতে প্রেরণের উদ্দেশে যাওয়ার পথে দুর্গাপুর সদরে নাজিরপুর মোড় থেকে সোহেল নামে এক মাদক মামলার আসামি হ্যান্ডকাপ খুলে সিএনজি থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায় শুক্রবার বিকেলে। রাতে পুনরায় জনতার সহায়তায় বিরিশিরি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ শনিবার আবার ৪ আসামিকে নেত্রকোনায় জেলহাজতে প্রেরণ করেছে। গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জামায়াত নেতাদের পরিচালিত শহরের আল-ফুয়াদ হাসপাতাল থেকে গুলিবিদ্ধ অবস্থায় সালাউদ্দিন নামে সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করা হয়েছে। আহত সালাউদ্দিন পাহাড়তলীর মৃত আবুল হাশেমের ছেলে। জানা গেছে, শহরের পাহাড়তলীতে নিজেদের মধ্যে অস্ত্র পরীক্ষা চালানোর সময় দুর্ঘটনাবশত গুলি ছুটে সালাউদ্দিনের গায়ে লাগে। এতে গুরুতর আহত হয় সালাউদ্দিন। তাকে উদ্ধার করে কক্সবাজার শহরের আল-ফুয়াদ হসপিটালে ভর্তি করে স্বজনরা। খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, নিজেদের অস্ত্র পরীক্ষা করার সময় এ ঘটনা ঘটেছে। সালাউদ্দিন এলাকার শীর্ষ সন্ত্রাসী। ঘটনায় জড়িত সন্দেহে আরও দুজনকে আটক করা হয়েছে। অস্ত্রসহ আটক ৬ নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৭ জুন ॥ উপজেলার নানুপুর গামারীতলা এলাকায় শনিবার দুপুরে স্থানীয় জনতা গ্রাম ঘেরাও করে অস্ত্রসহ ৬ যুবককে আটক করেছে। আটককৃতরা হচ্ছে - এমরান, আবুল কালাম, মোজাম্মেল,সবুজ প্রকাশ ছবুর, নানুপুর এলাকার হায়দার আলী ও তাজুল ইসলাম। তাদের বাড়ি এ উপজেলার লেলাং ইউনিয়নে। তাদের কাছ থেকে এলজি-২টি, ধারালো অস্ত্র-২টি এবং ১৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
×