ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে বাড়িতে হামলা, লুট ॥ দম্পতি আহত

প্রকাশিত: ০৭:১০, ১৮ জুন ২০১৭

রূপগঞ্জে বাড়িতে হামলা, লুট ॥ দম্পতি আহত

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ জুন ॥ নারায়ণগঞ্জে রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলের বিষাক্ত বর্জ্য পাশের বাড়ির উঠানে ফেলে হয়রানির প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজন স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, বাড়ি-ঘরে হামলা ভাংচুর চালিয়ে ঘরে থাকা স্বর্ণালঙ্কারসহ টাকা লুটে নিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার কাঞ্চন এলাকায়। জাকির হোসেন জানান, তার বাড়ির পাশে কালাদি এলাকার মহিজদ্দিন মিয়ার ছেলে জাহাঙ্গির, আলমগীর হোসেন ও জাইদুল ইসলাম একটি টেক্সটাইল মিল গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে ওই টেক্সটাইল মিলের বর্জ্য তাদের বাড়ির উঠানে ফেলে আসছে। শনিবার সকালে জোরপূর্বক বাড়ির উঠানে ড্রেন করতে এলে তার স্ত্রী নাহিমা বেগম প্রতিবাদ জানায়। এ সময় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে অজ্ঞাত আরও সন্ত্রাসী নিয়ে তার ওপর হামলা চালায়। তার চিৎকার শুনে স্বামী জাকির হোসেন এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি লাঠিপেটা করে গুরুতর আহত করে। নাটোরে আওয়ামী লীগের ৭ নেতাকে হত্যার হুমকি দিয়ে চিঠি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৭ জুন ॥ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতাকে মৃত্যুর হুমকি দিয়ে নাটোর প্রেসক্লাবে রক্তমাখা কাফনের কাপড়সহ নাম ঠিকানাবিহীন চিঠি দেয়া হয়েছে। শনিবার কোন এক সময় কে বা কারা প্রেসক্লাবের হলরুমের দরজার নিচে চিঠিটি ফেলে রেখে যায়। পরে বেলা ২টার দিকে নাটোর প্রেসক্লাবের কেয়ারটেকার বিশ্বজিৎ চিঠিটি দেখতে পেয়ে তা প্রেসক্লাব কর্তৃপক্ষের হাতে তুলে দেয়। এ ব্যাপারে চিঠিটি উদ্ধারের পর পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি জিডি করেছে। এ বিষয়ে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, তিনি সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। তাই কেউ ভীতি প্রদর্শনের জন্য এ চিঠি দিয়ে থাকতে পারে।
×