ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মোরার তাণ্ডব ॥ আজও মেলেনি ৫১ জেলের সন্ধান

প্রকাশিত: ০৭:০৯, ১৮ জুন ২০১৭

মোরার তাণ্ডব ॥ আজও মেলেনি ৫১ জেলের সন্ধান

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ১৭ জুন ॥ গত ৩০ মে ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে কক্সবাজারের উপকূলীয় দ্বীপ মহেশখালী উপজেলার পাঁচটি ফিশিং ট্রলারের ৫১ নিখোঁজ মাঝি-মাল্লার সন্ধান ২০ দিনেও মেলেনি। ফলে একদিকে জেলেপল্লীতে বইছে মাতম অপরদিকে নিখোঁজ মাঝিমাল্লার পরিবার পরিজনদের কান্না থামছে না। জানা যায়, মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড় মোরার কবলে পড়ে সাগরে ডুবে যায় পাঁচ ফিশিং ট্রলার। এতে ট্রলারের এক শ’ ৪৬ মাঝিমাল্লার মধ্যে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেলেসহ একাধিক পয়েন্ট থেকে কয়েক দফায় নৌবাহিনী, ভারতের ত্রাণবাহী নৌজাহাজ সুমিত্রা দুই জেলে মনিরুল কাদের ও জামাল হোসেনের লাশসহ জীবিত ৯৪ মাঝিমাল্লাকে উদ্ধার করে। কিন্তু বাকি ৫১ মাঝিমাল্লার সন্ধান আজও মেলেনি। ফলে তাদের পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। তাদের ধারণা নিখোঁজ জেলেরা হয়তো আর বেঁচে নেই। তারা সাগরে নিখোঁজ হওয়ায় তাদের পরিবারে এখন চলছে বুকফাটা আর্তনাদ। খাদ্য ও চিকিৎসাসহ নানা প্রয়োজনে চরম অভাবের মধ্যে তারা জীবনযাপন করছে। ঢাকা-ঠাকুরগাঁও পঞ্চগড় আন্তঃনগর ট্রেন দাবিতে অবরোধ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ জুন ॥ পঞ্চগড় থেকে ঢাকামুখী শাটল ট্রেনের পরিবর্তে আন্তঃনগর ট্রেনের দাবিতে নানামুখী আন্দোলন অব্যাহত রেখেছে ঠাকুরগাঁও নাগরিক অধিকার কমিটি। শনিবার দুপুর ১২টায় পঞ্চগড় রেলস্টেশন থেকে শাটল ট্রেন উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মজিবুল হক। এ ট্রেন উদ্বোধনের প্রতিবাদে দুপুরে ঠাকুরগাঁও রেলস্টেশন এলাকায় রেল সড়কে অবস্থান নেন ঠাকুরগাঁও নাগরিক অধিকার কমিটির নেতাকর্মী ও স্থানীয়রা। পঞ্চগড় থেকে এ শাটল ট্রেনটি ঠাকুরগাঁওয়ে পৌঁছলে ঘণ্টাব্যাপী অবরোধ করে রেখে প্রতিবাদ ও আন্তঃনগর ট্রেন চালুর দাবি জানানো হয়। এ সময় বক্তব্য রাখেনÑ নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব মাহমুদ হাসান প্রিন্স, জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম, সাবেক ছাত্রনেতা মাসদু আহম্মেদ সুবর্ণ, ওয়াদুল্লাহ মাসুদ, রেজাওনুল ইসলাম রেজু, আহসান হাবিব বাবু, এ্যাড. আবু সায়েম প্রমুখ। এ কর্মসূচীতে নাগরিক অধিকার আন্দোলনের নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
×