ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট গৃহীত

প্রকাশিত: ০৭:০৯, ১৮ জুন ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাজেট গৃহীত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জাতীয় বিশ^বিদ্যালয়ের ১৯তম বার্ষিক সিনেট অধিবেশন শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও সিনেট চেয়ারম্যান প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে সিনেট হলে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। সিনেটের অধিবেশনে ২০১৬-১৭ অর্থবছরের জন্য ২৮৯ কোটি ৪০ লাখ ২০ হাজার টাকার সংশোধিত বাজেট এবং ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২৭৪ কোটি ৫২ লাখ ৯৬ হাজার টাকার রাজস্ব ও ১৪৮ কোটি ২৫ লাখ টাকার উন্নয়ন বাজেট পেশ করা হয়, যা সিনেট কর্তৃক গৃহীত হয়। অধিবেশনে জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রো-উপাচার্য প্রফেসর ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু, প্রফেসর ড. মশিউর রহমানসহ মোট ৫১ জন সদস্য উপস্থিত ছিলেন। এদের মধ্যে হুইপ মোঃ শহীদুজ্জামান সরকার এমপি, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, মোঃ মোতাহার হোসেন এমপি, বেগম হেপী বড়াল এমপি, প্রফেসর ড. শরীফ এনামুল কবির, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, সিরাজ উদ্দীন আহমেদ, অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, অধ্যাপক মাহবুবুর রহমান, বিভাগীয় কমিশনার (ময়মনসিংহ), ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ, অতিরিক্ত সচিব মহিউদ্দিন খান, ড. ওয়াহিদুজ্জামান, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। ভৈরব শহর এখন ইজিবাইকের দখলে নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৭ জুন ॥ বন্দর নগরী ভৈরব শহরে দিন দিন বেড়েই চলেছে ব্যাটারিচালিত ইজিবাইকের সংখ্যা। ইতোমধ্যে এ যানের সংখ্যা ছাড়িয়ে হয়েছে তিন হাজারেরও বেশি। ফলে ভৈরবের রাস্তা-ঘাট এখন ইজিবাইকের দখলে। ঢাকা-সিলেট ও ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে দূরপাল্লার বাস, ট্রাকের সঙ্গে অটোবাইক চালকরা প্রতিযোগিতা করতে গিয়ে অনেক যাত্রী এবং চালক নিজেই হয়েছে আহত। কেউ কেউ আবার হয়েছেন পঙ্গু। অন্যদিকে ব্যাটারিচালিত অটো বাইকের সঙ্গে যুক্ত হয়েছে ব্যাটারিচালিত রিক্সা। তাদের গতি বেপরোয়া। এসব রিক্সা দুর্ঘটনার শিকার হলে যাত্রী পড়ে ছিটকে। ফলে এ যান থেকেও রেহাই নেই যাত্রীদের।
×