ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আত্রাইয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবক ও পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৭:০৮, ১৮ জুন ২০১৭

আত্রাইয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবক ও পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৭ জুন ॥ শনিবার আত্রাইয়ে ডিশলাইন মেরামত করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবক মারা গেছে। ওই যুবকের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জনও শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গাজাঙ্গাল গ্রামে। এছাড়া শুক্রবার সন্ধ্যায় ক্ষিদ্রকালিকাপুর গ্রামে পানিতে ডুবে সুইট (১২) নামে শিশু মারা গেছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে ডিশলাইন মেরামতের জন্য ভাঙ্গাজাঙ্গাল গ্রামের শুকচাঁনের ছেলে সেন্টু ওরফে কালুকে (২৫) বিদ্যুতের খুঁটিতে উঠিয়ে দিলে বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে সে মারা যায়। অপরদিকে ক্ষিদ্রকালিকাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সুইট শুক্রবার সন্ধ্যায় বাড়ি সংলগ্ন নদীর ঘাটে খেলতে গিয়ে আত্রাই নদীতে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে নদী থেকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পীরগঞ্জ সংবাদদাতা পীরগঞ্জ, ঠাকুরগাঁও থেকে জানান, শনিবার দুপুরে ফুটকিবাড়ী গ্রামে ফাহিম (৬) নামের শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ফুটকিবাড়ী গ্রামের ফিরোজের ছেলে ফাহিম দুপুর ১টায় পাশের বাড়ির খতিব উদ্দীনের পুকুরপাড়ে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয় লোকজন ও তার বাবা তড়িঘড়ি করে তাকে পুকুর থেকে উদ্ধার করে দুপুর ২টায় পীরগঞ্জ সরকারী হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কপোতাক্ষ নদ সুষ্ঠুভাবে খননের নির্দেশ নিজস্ব সংবাদদাতা, কেশবপুর, ১৭ জুন ॥ কপোতাক্ষ নদ খনন কাজের অগ্রগতি পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি কপোতাক্ষ নদ সুষ্ঠুভাবে খননের নির্দেশ দিয়েছেন। এ সময় নদী খননের মাটি নির্দিষ্ট দূরত্বে রাখার জন্য পাউবো কর্মকর্তাদের পরামর্শ দেন। এককালের খরস্রোতা কপোতাক্ষ নদের দুপাশের বিশাল জায়গা ভূমিখোরদের দখলে চলে যাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। শনিবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক এমপি কপোতাক্ষ নদের ত্রিমোহিনী ও চিংড়া এলাকা পরিদর্শন করেন। পরে তিনি আপার ভদ্রা খনন কাজের বড়েঙ্গা ব্রিজ এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. আব্দুস সামাদ, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, উপজেলা নির্বাহী অফিসার এসএম সাইফুর রহমান, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী সায়েদুর রহমান প্রমুখ। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী জানান, ২৮৬ কোটি টাকা ব্যয়ে ২০১১ সালের আগস্ট মাসে ৬ বছর মেয়াদী কপোতাক্ষ নদ খনন শুরু হয়। কেশবপুর অংশে ২৯ কিলোমিটার খনন কাজের ৯২ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। চলতি অর্থবছরেই বাকি কাজ শেষ করা হবে।
×