ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বরিশালে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৭:০৮, ১৮ জুন ২০১৭

বরিশালে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীতে মোবাইল চুরির অভিযোগে নাসির উদ্দিন (৩০) নামের যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় মেডিক্যাল (শেবাচিম) হাসপাতাল চত্বরে। নিহত নাসির উদ্দিন জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের আনসার উদ্দিনের ছেলে। কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, শেবাচিম হাসপাতাল চত্বরে যুবককে পিটিয়ে ফেলে রাখা হয়েছে এমন খবর পেয়ে পুলিশ আহত নাসির উদ্দিনকে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। এ সময় নাসির উদ্দিন পুলিশকে জানায়, তাকে মোবাইল চুরির অভিযোগে শেবাচিম হাসপাতালের ওয়ার্ডে আটকে গণধোলাই দিয়ে মাঠে ফেলে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তির আধা ঘণ্টা পর নাসির মারা যায়। বগুড়ায় যুবক স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস থেকে জানান, কাহালু উপজেলায় শনিবার পারিবারিক বিরোধে আমিনুুর রহমান (২৫) খুন হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত হয়েছেন স্থানীয় মসজিদের ইমাম ও নিহতের চাচাত ভাই আব্দুল মান্নান। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে পুলিশ জানায়। পুলিশ জানায়, বীরকেদার ইউনিয়নের ছোট কাছিমালা গ্রামের মতিউর রহমানের ছেলে আমিনুর রিক্সা-ভ্যান চালাতেন। তার চাচাত ভাই আব্দুল মান্নান দুদিন আগে নিজের বড় ভাই ওয়াহেদের স্ত্রীকে মারপিট করলে পারিবারিক বিরোধ চরম আকার ধারণ করে। এ নিয়ে শনিবার সকাল ৭টার দিকে মান্নানের বাবা নিজের পরিবার ছাড়াও ভাইয়ের পরিবারের লোকজনকে নিয়ে বৈঠক ডাকেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আমিনুরের বুকে ছুরিকাঘাত করা হয়। রংপুরে নবজাতকের লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, জুম্মাপাড়া চিকলী বিল এলাকায় সদ্যভূমিষ্ঠ এক নবজাতক শিশুর প্যাকেটবন্দী লাশ উদ্ধার করেছে রংপুর কোতোয়ালি থানা পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে রংপুর মহানগরীর জুম্মাপাড়া কুকরুল চিকলী ব্রিজের নিচ থেকে শিশুটির প্যাকেটবন্দী লাশ উদ্ধার করা হয়। সীতাকু-ে গুলিবিদ্ধ লাশ নিজস্ব সংবাদদাতা সীতাকু- (চট্টগ্রাম) থেকে জানান, অজ্ঞাত (৩৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়বকু- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে বিদ্যুত অফিসসংলগ্ন এলাকায় এ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ। তবে লাশটি শনাক্ত করতে তার স্ত্রী চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতাল মর্গে গেছেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সুজয় কুমার মজুমদার নিশ্চিত করেন। উদ্ধারকৃত লাশের সঙ্গে একটি ধারালো ধামা, একটি ব্যাগে লুঙ্গি ও শার্ট উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকু-ের বিদ্যুত অফিসের পশ্চিম পাশে পরপর তিনটি গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। শনিবার সকালে মহাসড়কের পাশে গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে স্থানীয় প্রতিনিধি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
×