ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু

প্রকাশিত: ০৭:০৮, ১৮ জুন ২০১৭

বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিন জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৭ জুন ॥ ঝিনাইদহে শনিবার বিদ্যুতস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার হুদা পুটিয়া গ্রামের আমোদ আলীর ছেলে আবুল কাশেম (৫২), ভুটিয়ারগাতী গ্রামের নজা ম-লের ছেলে সুজন হোসেন (২৮) ও হরিণাকুন্ডু উপজেলার রাধানগর গ্রামের ছানারদ্দিনের ছেলে বুলু বিশ্বাস (৫০)। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, দুপুরে নিজ বাড়ি ও মাঠে বিদ্যুত চালিত মোটরে পানি তোলার সময় সুইচ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয় আবুল কাশেম ও সুজন হোসেন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। অপর ঘটনা হরিণাকুন্ডু থানার ওসি কেএম শওকত হোসেন জানান, শনিবার সকালে নিজ বাড়ির গোয়াল ঘরে কাজ করতে গিয়ে বৌমা বিদ্যুতস্পৃষ্ট হয়। শ্বশুর বুলু বিশ্বাস তাকে বাচাতে গিয়ে নিজে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। শিশু হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১৭ জুন ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার শিশু জুনায়েত হোসেন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। শনিবার বিকেলে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বক্তব্যে রাখেনÑ শফিকুল ইসলাম শফিক, জহিরুল ইসলাম, নাছির, সোহাগ, মোশারফ, সাইফুল প্রমুখ। বক্তারা বলেন, বাবা আবু বক্কর, দাদি মনোয়ারা বেগম, চাচি খালেদা পরিকল্পিতভাবে শিশু জুনায়েত হোসেনকে শ^াসরোধের পর পানিতে ফেলে নির্মমভাবে হত্যা করে। নিহত শিশুর মা মৌসুমী বেগম বাদী হয়ে অভিযুক্ত আবু বক্কর ও মনোয়ারা বেগমকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মসজিদ মন্দিরে অনুদানের চেক স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শনিবার সকালে মসজিদ, মন্দির অনুদানের চেক, সেলাই মেশিন বিতরই করা হয়েছে। সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না প্রধান অতিথি হিসেবে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্রনজন চাম্বুগং এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী সভায় আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, পৌরসবার প্যানেল মেয়র সাংবাদিক হেলাল উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কায়সার আহম্মেদ লিটন প্রমুখ। হাওড়ে ক্ষতিগ্রস্তদের চাল ডাল তেল প্রদান নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৭ জুন ॥ জেলার হাওড়াঞ্চলে আগাম বন্যা কৃষকদের সবকিছু কেড়ে নিয়ে তাদের স্বপ্নভঙ্গ করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত এইসব কৃষক পরিবারে এখন খাওয়ার মতো চাল নেই। লজ্জায় কারও কাছে হাতও পাতেন না। সরকারী ত্রাণ কার্যক্রমও যেখানে পৌঁছায়নি। ফলে খুব কষ্টে দিন কাটছিল সেইসব অসহায় পরিবারগুলোর। শনিবার দুপুরে করিমগঞ্জের গুনধরের প্রত্যন্ত ইন্দাচুল্লি গ্রামের এমন শতাধিক পরিবারকে খুঁজে বের করে এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেনের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আলহাজ এরশাদ উদ্দিন ক্ষতিগ্রস্ত প্রত্যেকের মাঝে ১৫ কেজি করে চাল, এক কেজি ডাল ও এক কেজি তেল বিতরণ করেন।
×