ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লায় ঈদ বাজারে উপচেপড়া ভিড়

প্রকাশিত: ০৭:০৭, ১৮ জুন ২০১৭

কুমিল্লায় ঈদ বাজারে উপচেপড়া ভিড়

মীর শাহ আলম, কুমিল্লা ॥ ঈদের কেনাকাটায় বাজার বেশ জমে উঠেছে। দিনে-রাতে যখনই সুযোগ হচ্ছে তখনই বেরিয়ে পড়ছেন নারী-পুরুষ তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের ক্রেতারা। বিশেষ করে কুমিল্লা নগরীর শপিংমল ও বিভিন্ন মার্কেটের থ্রি-পিছ কর্ণারগুলো রোজার শুরু থেকেই ক্রেতা আকর্ষণে এগিয়ে রয়েছে। এছাড়াও কুমিল্লায় নামী-দামী ব্র্যান্ডের বেশকিছু শো-রুম চালু হওয়ায় কেনাকাটা ব্র্যান্ড নির্ভর হয়ে উঠেছে। ভারত সীমান্তবর্তী এ জেলার ফ্যাশন সচেতন তরুণীদের পোশাকের জায়গাটি বরাবরের মতো এবারও দখলে রেখেছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের পোশাক। ঈদকে কেন্দ্র করে চোরাইপথে ভারতীয় এসব পণ্য দেদার প্রবেশ করছে মার্কেটগুলোতে। সরেজমিনে দেখা গেছে, ঈদের দিনটি রাঙিয়ে তুলতে এক শপিংমল থেকে আরেক শপিংমলে পছন্দের পোশাকটি খুঁজে বেড়াচ্ছেন ক্রেতারা। যে দোকানেই পছন্দ হচ্ছেÑ সেখান থেকেই ক্রেতারা কেনাকাটা সেরে নিচ্ছেন। বিক্রেতারা বলছেন, চাকরিজীবীদের বেতন হাতে এসেছে। তাই রোজার মাঝামাঝি থেকে বেচাবিক্রি বেশ জমে উঠেছে। নগরীর কান্দিরপাড়ের অভিজাত শপিংমল সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, ময়নামতি গোল্ডেন টাওয়ার, আনন্দ সিটি সেন্টার, হোসনেআরা ম্যানসন, গণি ভূঁইয়া ম্যানশন, সাইবার ট্রেড, নূর মার্কেট, হিলটন টাওয়ার, রামঘাট এলাকার কুমিল্লা টাওয়ার, রেইসকোর্সের ইস্টার্ন এয়াকুব প্লাজা ও নগরীর নজরুল এভিনিউতে আড়ং, রঙ, বিশ্বরঙ, সাদাকালো, অঞ্জনস, লাকসাম রোডের ইজি, বাদুরতলায় ইনফিনিটি, ক্যাটসআই, কান্দিরপাড়ের ম্যানস্ ওয়ার্ল্ডের শো-রুমেও হরদম চলছে কেনাকাটা। নওগাঁ বিশ্বজিৎ মনি, নওগাঁ থেকে জানান, নওগাঁয় ঈদের বাজার জমে উঠেছে। রমজানের প্রথম সপ্তাহ থেকেই বাজারে ক্রেতাদের ভিড় দেখা গেলেও কার্যত ১৫ রোজার পর থেকে বিপণিবিতানগুলোতে জমে উঠেছে কেনাবেচা। পছন্দের জামা-কাপড় কিনতে এক দোকান থেকে আরেক দোকানে ছুটছেন ক্রেতারা। এ ক্ষেত্রে নারী ক্রেতার সংখ্যাই বেশি। বিপণিবিতানগুলোতে সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলছে কেনাকাটা। জানা গেছে, বরাবরের মতো এবারেও ছেলেদের চাহিদা অনুযায়ী পাঞ্জাবি-পাজামা, বিভিন্ন ব্র্যান্ডের শার্ট, প্যান্ট, মেয়েদের জন্য থ্রি-পিছ, ফ্রগ, স্কার্ট এবং শিশুদের শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, গেঞ্জিসহ নানা ডিজাইনের নজরকাড়া পোশাক পাওয়া যাচ্ছে বিপণিবিতানগুলোতে। এ বছর বিশেষ আকর্ষণ হিসেবে বাজারে এসেছে ছেলেদের জন্য ‘বাহুবলী’, ‘রইস’ আর ‘সুলতান’ নামের পাঞ্জাবি, মেয়েদের ‘শিবাঙ্গি’, ‘পঞ্চ’ু, ‘সাবারা’, ‘জাবেদা’, ‘রনি অপেরা’, ‘নাগিন-২’ ও ‘গঙ্গা’ নামের জামা। তবে ব্যবসায়ীদের মতে এবার ছেলেদের বাহুবলী পাঞ্জাবি, মেয়েদের শিবাঙ্গী আর টাঙ্গাইল সুতি শাড়ি এবং শিশুদের রাখি বন্ধন পোশাকের চাহিদা বেশি। সেই সঙ্গে শহরের ছিটকাপড়ের দোকানেও ক্রেতাদের উপচেপড়া ভিড়। অর্ডার নেয়া বন্ধ করেছেন শহরের অভিজাত দর্জির দোকানিরাও। ব্যবসায়ীরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এবার বিক্রি বেশি। এ বছর দেশের তৈরি পোশাকের চাহিদাও বেশি। বাজারে ভারত থেকে আমদানি করা পোশাকের তেমন দৌরাত্ম্য নেই। পাবনা নিজস্ব সংবাদদাতা, পাবনা থেকে জানান, জমে উঠেছে ঈদের বাজার। অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাথের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। তবে এ বছর পাবনার বাজারে ভারতীয় পোশাকের আধিক্য নেই। এবার ভারতীয় নায়িকা ও সিরিয়ালের নামে তেমন কোন পোশাক আসেনি। পাখি ড্রেস, ফ্লোর টাচ, ঝিলিক, বাহুবলীর মতো পোশাকের বিপরীতে এবার বাজার দখল করেছে দেশী পোশাক। আর শাড়ির বাজারে পাবনা ও টাঙ্গাইলের তৈরি শাড়িই বিক্রি হচ্ছে বেশি। তবে ক্রেতাদের অভিযোগ পোশাকের দাম নাগালের বাইরে । আর বিক্রেতারা বলছে দাম নাগালের মধ্যেই আছে। ঈদের প্রধান আকর্ষণ নতুন পোশাক। তাই রোজার শুরুতেই পাবনা শহরের নিউমার্কেট, রবিউল মার্কেট, খান বাহাদুর শপিং মল, স্টার কমপ্লেক্স, হাজী মার্কেট, হুমায়রা মার্কেট, সেভেন স্টার, এ আর প্লাজা, এ আর কর্নার, নিউ পয়েন্ট, পৌর হকার্স মার্কেট, নিক্সন মার্কেট, আওরঙ্গজেব সড়ক, মহিলা কলেজ রোডসহ বিভিন্ন অভিজাত মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতাদের উপচেপড়া ভিড়। পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে আরেক দোকানে ক্রেতারা খুঁজে ফিরছেন।
×