ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় নৌপথে আসছে মাদক

প্রকাশিত: ০৭:০৬, ১৮ জুন ২০১৭

কলাপাড়ায় নৌপথে আসছে মাদক

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ জুন ॥ সাগরঘেঁষা কলাপাড়ার নদী ও সাগরপথ এখন মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। বঙ্গোপসাগরের মাছ ধরা ট্রলার ব্যবহার করে কক্সবাজার, টেকনাফ, মিয়ানমারসহ সীমান্তবর্তী এলাকা থেকে কোটি কোটি টাকার মাদকের চালান আসছে নৌরুটে। খালাস করা হচ্ছে কুয়াকাটার খাজুরা, মহিপুর, আলীপুরসহ বিভিন্ন স্পটে। এসব মাদক সড়ক ও নৌপথে পাচার হচ্ছে কলাপাড়ার গ্রাম্য জনপদসহ দেশের বিভিন্ন এলাকায়। মাদক ব্যবসার সঙ্গে খোদ পুলিশ জড়িতের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী গডফাদার ও তাদের সহযোগী চক্র। যারা রাজনীতি ও মাছ ব্যবসার অন্তরালে অবৈধ বিত্তবৈভবের পাহাড় গড়ে তুলছেন। যা ক্রমশ বিস্তৃত হয়ে যুবসমাজ থেকে শুরু করে নষ্ট করছে গোটা এলাকা। অঘোষিতভাবে এরা এখন সবকিছু নিয়ন্ত্রণ ধান্ধায় রয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কক্সবাজার এলাকার মোহাম্মদ আলী, আপেল বড়ুয়া, দিলদার মিয়া, মাফিয়া বেগম ও ফাতেমার মতো দু’একজন মাদক বহনকারী ধরা পড়লেও গডফাদাররা থাকছে ধরা-ছোঁয়ার বাইরে। পহেলা জুন আলীপুর বন্দর থেকে ৩৯৫০ পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার এবং ৯ জুন কলাপাড়া পৌরশহরের মুসলিমপাড়া থেকে ইয়াবা স¤্রাট ফিরোজ হাওলাদার সহযোগীদের পুলিশ গ্রেফতার করলে কলাপাড়া শহরবাসী চমকে ওঠে। তারা তাদের সন্তানদের নিয়ে পড়েছেন অজানা শঙ্কায়। তারা রহস্যেঘেরা আয়ে বনে যাওয়া কোটিপতিদের আয়ের উৎস খুঁজতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন। ঈশ্বরদীতে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শুক্রবার গভীর রাতে রূপপুর টানেল ও হার্ডিঞ্জ ব্রিজ রোডের মাঝামাঝি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মাদক বিক্রেতা আলিয়া ভুলু (৪৫) নিহত হয়েছে। তার বিরুদ্ধে ঈশ্বরদীসহ বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। জানা গেছে, ঈশ্বরদী এলাকায় পুলিশের বিশেষ অভিযান চলছিল। এমন সময় থানা পুলিশ সংবাদ পায়, শহরের লোকোসেড ফতেমহম্মদপুর এলাকার মাদক বিক্রেতা আলিয়া ভুলুর নেতৃত্বে পাকশীর রূপপুর টানেল ও হার্ডিঞ্জ ব্রিজ রোড এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচার করা হচ্ছে। পুলিশ সদস্য ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আলিয়া ভুলুর নেতৃত্বে পুলিশকে লক্ষ্য করে গুলি ও ককটেল নিক্ষেপ করে।
×