ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চবির ২৯৫ কোটি টাকার বাজেট পাস

প্রকাশিত: ০৭:০৫, ১৮ জুন ২০১৭

চবির ২৯৫ কোটি টাকার বাজেট পাস

চবি সংবাদদাতা ॥ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান বলেছেন ‘বিশ্ববিদ্যালয়গুলোকে অভ্যন্তরীণ নিজস্ব আয় বৃদ্ধি করতে হবে। এজন্য এডহক ও মাস্টাররোলে ঢালাও নিয়োগ বন্ধ করে ব্যয় সংকোচন করতে হবে। কারণ সরকারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের চাহিদামাফিক বরাদ্দ দেয়া সম্ভব হয় না।’ শনিবার বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের (চবি) ২৯তম সিনেট অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। ড. এ আর মল্লিক ভবনের (প্রশাসনিক ভবন) সভাকক্ষে অনুষ্ঠিত এ সিনেট সভায় চবির ২০১৭-১৮ অর্থবছরের জন্য ২৯৫ কোটি ২০ লাখ টাকার বাজেট পাস করা হয়। এর আগে চবি উপাচার্য সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গত একবছরের বিভিন্ন উন্নয়ন কর্মকা- এবং প্রশাসনিক বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোকপাত করেন। এরপরই বাজেট পেশ করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কামরুল হুদা। পরে সভাপতির বক্তব্য ও বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে ইউজিসি চেয়ারম্যান আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় হলো গবেষণার মৌলিক জায়গা। আইসিটির ওয়েবসাইট হ্যাকড স্টাফ রিপোর্টার ॥ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ওয়েবসাইট দুই ঘণ্টার মতো সময় হ্যাকড করে রেখেছিল ভারতীয় হ্যাকার গোষ্ঠী। শনিবার দুপুরের পর থেকে রপঃফ.মড়া.নফ ওয়েবসাইটটি খুলছিল না। অনেক চেষ্টার পর বিকাল সাড়ে চারটার দিকে ওয়েবসাইটটি আবার দেখা যাচ্ছে। এ বিষয়টি জানতে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বার বার যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। তবে আইসিটি বিভাগের ওয়েবসাইট হ্যাকের বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ভারতীয় হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করেছে। শুক্রবার বাংলাদেশী হ্যাকাররা ভারতীয় কয়েকটি ওয়েবসাইট হ্যাক করায় পাল্টা জবাবে এটি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাজ শুরু হয়েছে ওয়েবসাইটটি পুনরায় চালু করার। বিকাল সাড়ে চারটায় ওয়েবসাইটটি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। সিওএল কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হলেন শিক্ষামন্ত্রী স্টাফ রিপোর্টার ॥ কমনওয়েলথ অব লার্নিংয়ের (সিওএল) কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কমনওয়েলথ অব লার্নিংয়ের (সিওএল) ৩৪তম বোর্ড অব গবর্নর্সের সভার দ্বিতীয় দিনে শনিবার বোর্ড অব গবর্নর্স কর্তৃক পাঁচ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি মনোনয়ন করা হয়; যেখানে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। দ্বিতীয় দিনের সভায় কমনওয়েলথ অব লার্নিংয়ের ভবিষ্যত কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। পাহাড়তলীর বধ্যভূমি থেকে সব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা হবে ॥ নাছির স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের পাহাড়তলীর বধ্যভূমি থেকে অচিরেই সকল স্থাপনা সরিয়ে ফেলার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। পাহাড়তলীতে গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন। মেয়র জানিয়েছেন, বধ্যভূমি থেকে সকল স্থাপনা সরিয়ে ফেলার জন্য পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে। উল্লেখ্য, চট্টগ্রামের সর্ববৃহৎ এ বৈধ্যভূমিটি বিভিন্নভাবে অবেধ দখলে চলে গেছে।
×