ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি নেত্রী রেলের কোটি কোটি টাকা ধ্বংস করেছেন ॥ মুজিবুল হক

প্রকাশিত: ০৭:০৫, ১৮ জুন ২০১৭

বিএনপি নেত্রী রেলের  কোটি কোটি টাকা ধ্বংস করেছেন ॥ মুজিবুল হক

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি বলেছেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া তথাকথিত অবরোধ আন্দোলনের নামে রেলের কোটি কোটি টাকা ধ্বংস করেছেন। অবরোধের নামে রেলের ইঞ্জিন পুড়িয়েছেন, বগি পুড়িয়েছেন। দেশের রাষ্ট্রীয় সম্পদ রেলকে ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি শনিবার পঞ্চগড় রেলস্টেশনে নবনির্মিত ডুয়েলগেজ রেললাইন পঞ্চগড়-দিনাজপুর-পার্বতীপুর রুটে ঢাকাগামী আন্তঃনগর একতা ও দ্রুতযান এক্সপ্রেসের সঙ্গে সংযোগ স্থাপনকারী একজোড়া শাটল ট্রেন চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময় রেলপথ ছিল অরক্ষিত, জরাজীর্ণ ও অবহেলিত, বর্তমান সরকার রেলের বরাদ্দ বাড়িয়ে আধুনিকায়নে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। মন্ত্রী বলেন, রেল যোগাযোগের মাধ্যমে সুলভে উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে রেল মন্ত্রণালয় গঠন করে রেলের ব্যাপক উন্নয়ন করেছেন। দেশের রেলপথকে উন্নত বিশ্বের ন্যায় গড়ে তুলতে পুরনো, জারাজীর্ণ রেললাইনকে নতুন লাইনে রূপান্তর এবং সংস্কার করে আধুনিকায়ন করা হচ্ছে বলে বক্তব্যে উল্লেখ করেন। মন্ত্রী এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয়দের দাবির প্রেক্ষিতে অল্প কিছুদিনের মধ্যে পঞ্চগড় থেকে সরাসরি আন্তঃনগর ট্রেন চালু হবে মর্মে আশ^স্ত করেন। রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ইয়সিন আলী এমপি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান, সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আমানুল্লাহ বাচ্চু, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট । পরে মন্ত্রী ফিতা কেটে রেলের পরিচালকের কাছে পতাকা হস্তান্তর করে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। নতুন উদ্বোধন হওয়া শাটল ট্রেনটি প্রতিদিন রাত আটটায় পঞ্চগড় স্টেশন থেকে দিনাজপুরের উদ্দেশে ছাড়বে এবং রাত এগারোটায় ঢাকাগামী যাত্রীরা দিনাজপুর থেকে একতা এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে যেতে পারবেন। অপরদিকে প্রতিদিন ভোর ছয়টা ৫৫ মিনিটে পঞ্চগড় স্টেশনে এসে পৌঁছাবে। প্রসঙ্গত, ২০১৩ সালের ৩১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড়-দিনাজপুর-পার্বতীপুর ১০৪ কিলোমিটার রেলপথ ডুয়েলগেজে উন্নীতকরণ নির্মাণ কাজের উদ্বোধন করেন। রেলপথ মন্ত্রণালয় ৯৮২ কোটি টাকা ব্যয়ে পঞ্চগড়-দিনাজপুর-পার্বতীপুর পর্যন্ত ১০৪ কিলোমিটার রেলপথ ডুয়েলগেজে উন্নীতকরণ ১৫ টি রেলস্টেশন ও প্ল্যাটফর্ম নির্মাণ, লেভেল ক্রসিং ও শেড নির্মাণ, ১৪০ মিটার ছোট-বড় ব্রিজ নির্মাণসহ রেল যোগাযোগ আধুনিকায়নের কাজ সম্প্রতি শেষ হয়েছে।
×