ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, নিষিদ্ধ সিগারেট জব্দ

প্রকাশিত: ০৭:০৩, ১৮ জুন ২০১৭

রাজধানীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, নিষিদ্ধ সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এদিকে যাত্রাবাড়ীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩৩ লাখ টাকা আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়া গুলিস্তানের বিপণিবিতান ঢাকা ট্রেড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর ডেমরায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মোঃ রিপন (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম মোঃ শহিদ মিয়া। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার কুটিয়া গ্রামে। নিহতের সহকর্মী লাল মিয়া জানান, শনিবার সকাল থেকে ডেমরার কোনাপাড়া বাদশা মিয়া রোডে একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করছিলেন রিপন। এ সময় তার পাশেই এক শ্রমিক ঝালাইয়ের কাজে ব্যস্ত ছিল। বিকেলে ওই শ্রমিক ঝালাইয়ের কাজ করার বৈদ্যুতিক তারের সঙ্গে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ে লেগে বিদ্যুতস্পৃষ্ট হন রিপন। পরে তাকে উদ্ধার করে বিকেল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেল ৫টার দিকে রিপনের লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তিন যুবক গ্রেফতার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ হায়দার, রাজীব ও সালাউদ্দিন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি চাপাতি উদ্ধার করা হয়। ডিএমপি মিডিয়ার সূত্র জানায়, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারে কয়েকজন যুবক শহীদ ফারুক রোডে ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। পরে যাত্রাবাড়ী থানা-পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে। আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ২৭ লাখ টাকা আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা দল। শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা মোঃ ফরহাদুল ইসলাম চৌধুরী নামে এক যাত্রীর কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি ‘থ্রি জিরো থ্রি (৩০৩)’ ব্র্যান্ডের ৩৩৮ কার্টন সিগারেট জব্দ করা হয়। এদিকে একইদিন ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রীন চ্যানেল থেকে ২০৫ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। জব্দকৃত সিগারেটের মূল্য প্রায় ৬ লাখ টাকা। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, শনিবার ভোরে শারজাহ হতে আগত এয়ার এরাবিয়ার এ৯৫১৩ ফ্লাইটে শহিদুল নামে এক যাত্রীর কাছ এসব সিগারেট জব্দ করা হয়েছে। সিগারেটগুলো দুইটি লাগেজে ভর্তি ছিল। সিগারেটগুলো মন্ড ব্র্যান্ডের। তিনি জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশী সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ড রাজধানীর গুলিস্তানের বিপণিবিতান ঢাকা ট্রেড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বিপণিবিতানের একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান জানান, শুক্রবার রাত ১০টা ২৮ মিনিটে গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের চারতলা ভবনের তিনতলার একটি দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি জানান, আগুনে ওই বিপণিবিতানের একটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
×