ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসির বিয়ে, সাজ সাজ রব

প্রকাশিত: ০৭:০২, ১৮ জুন ২০১৭

মেসির বিয়ে, সাজ সাজ রব

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ৩০ জুন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির বিয়ে। পাত্রী ছোটবেলার বান্ধবী এ্যান্তোনেল্লা রোকুজ্জো। এই বিয়ে ঘিরে সাজ সাজ রব মেসির শহর আর্জেন্টিনার রোজারিওতে। এলএম টেনের বিয়েই লাতিন আমেরিকায় কয়েক দশকের সবচেয়ে জমকালো অনুষ্ঠান হতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে। তবে জানিয়ে রাখা ভাল যে, বিয়ের পিঁড়িতে বসার আগেই এই জুটির রয়েছে দুই সন্তান। থিয়াগো মেসি এবং মাতেও মেসি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকারের বিয়ের খবরে শুধু আর্জেন্টিনাই নয়, তার স্প্যানিশ ক্লাব বার্সিলোনাতেও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সূত্রের ভিত্তিতে পাওয়া খবরে জানা গেছে, রোকুজ্জোকে সাজাতে আসছেন বিখ্যাত স্প্যানিশ ডিজাইনার রোসা ক্লারা। ৩০ বছর বয়সী মেসি ও ২৯ বছরের রোকুজ্জোর বিয়ের মূল অনুষ্ঠানের পরিকল্পনায় রয়েছে ফারিনা-পাবিয়া সেলিব্রেশন এ্যান্ড স্টাইল নামক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা। ইতোমধ্যেই রোজারিওর সিটি সেন্টার হোটেলের ২৫০টি রুম বুকিং করা হয়েছে। প্রায় ৬০০ জন অতিথি হাজির থাকতে পারেন বিয়ের অনুষ্ঠানে। তবে রোজারিওর স্থানীয় সংবাদপত্র লা ক্যাপিটালের দাবি, ২৫০ জনের বেশি অতিথি থাকার সম্ভাবনা নেই। অবশ্য অতিথির সংখ্যা যাই হোক না কেন, বার্সিলোনার ২১ জন থাকছেন তা নিশ্চিত। সুয়ারেজ, নেইমার, সেস ফ্যাব্রিগাস, জাভি হার্নান্দেজসহ পুরো টিমই বিয়ের সাক্ষী থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন বার্সার ফিজিওথেরাপিস্ট ও সাপোর্ট স্টাফরা। শুধু থাকছেন না বার্সিলোনার সদ্য বিদায়ী কোচ লুই এনরিকে। তাকে আমন্ত্রণ জানানো হয়নি। মেসির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানের অতিথি হিসেবে হাজির থাকতে পারেন মেসির সতীর্থ জেরার্ড পিকের বান্ধবী শাকিরা। তবে আমন্ত্রিত হলেও বিয়েতে শাকিরা যাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সম্প্রতি এক সাক্ষাতকারে শাকিরা বলেন, ‘যদি সময় পাই তাহলে অবশ্যই বিয়েতে যাব। কারণ পিকে ও মেসি ছোটবেলার বন্ধু।’ ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা নক্ষত্র মেসি। ২০০৮ থেকে রোকুজ্জোর সঙ্গে মন দেয়া-নেয়া শুরু তার। তখন তার বয়স ছিল একুশ। দীর্ঘদিন খবরটি গোপন থাকলেও পরে মিডিয়ার কাছে লাজুক মেসি স্বীকার করেন তাদের সম্পর্কের কথা। ২০১২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান থিয়াগো। আর বছর দেড়েক আগে রোকুজ্জোর কোলে আসে মাতেও নামে আরও একটি পুত্র সন্তান। ফলে বাবা-মায়ের বিয়ে দেখার সুযোগ পাচ্ছে থিয়াগো ও মাতেও। এদিকে লিওনেল মেসির প্রতিনিয়তই ভাল করতে চাওয়ার ক্ষুধায় মুগ্ধ বার্সিলোনার নতুন কোচ আর্নেস্তো ভালভার্দে। লুইস এনরিকে চলে যাওয়ার পর কাতালানদের হাল ধরেছেন ভালভার্দে। নতুন শিষ্যদের নিয়ে নতুন মৌসুম শুরুর জন্য মুখিয়ে আছেন তিনি। তবে মেসির কাছ থেকে এখনও সেরাটা আসার বাকি আছে বলে মনে করেন এ্যাথলেটিক বিলবাওয়ের সাবেক কোচ। তিনি বলেন, ‘প্রতিদিনই সে আপনাকে বিস্মিত করবে। নিঃসন্দেহে সে বিশ্বের সেরা খেলোয়াড় এবং আমি তাকে কোচিং করাতে উন্মুখ হয়ে আছি। সে একদিন বিস্ময়কর কিছু করবে। পরেরদিন আপনি মনে করবেন, নিশ্চিতভাবে সে আর কিছু করতে পারবে না। কিন্তু সে করবে এবং উন্নতি করতেই থাকবে। যখন কেউ সেরাটার পুনরাবৃত্তি করতেই থাকে তখন একটা সময় আপনার মনে হবে এটার আর পুনরাবৃত্তি সম্ভব নয় কিন্তু সে ভাল থেকে আরও ভাল করে। আমরা এখনও তার সেরাটার জন্য অপেক্ষা করছি।’
×