ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সবার নজর রোনাল্ডোর ওপর

প্রকাশিত: ০৭:০১, ১৮ জুন ২০১৭

সবার নজর রোনাল্ডোর ওপর

স্পোর্টস রিপোর্টার ॥ ফিফা বিশ্বকাপের প্রস্তুতিমঞ্চ হিসেবেই বিবেচিত ফিফা কনফেডারেশন্স কাপ। শনিবার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হয় নিউজিল্যান্ড। দ্বিতীয়দিনে আজ মাঠে নামছে আসরের হট ফেবারিট পর্তুগাল এবং চিলি। কাজানে ইউরো চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মেক্সিকো। আর দিনের অন্য ম্যাচে দেশটির রাজধানী শহর মস্কোতে কোপা আমেরিকার শিরোপা জয়ী চিলি খেলবে ক্যামেরুনের বিপক্ষে। আটটি দল নিয়ে শুরু হওয়া ফিফা কনফেডালেশন্স কাপ দু’টি গ্রুপে বিভক্ত। ‘এ’ গ্রুপে স্বাগতিক রাশিয়া ছাড়াও রয়েছে পর্তুগাল, নিউজিল্যান্ড এবং মেক্সিকো। ‘বি’ গ্রুপের দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, চিলি, ক্যামেরুন এবং অস্ট্রেলিয়া। তবে এবারের আসরে সবার নজরেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। কেননা ক্যারিয়ারের সেরা সময়টাই যে এখন পার করছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। সংক্ষিপ্ত পরিসংখ্যান ঘাঁটলেই দেখা যায় ২০১৬ সালের মে মাসের পর ব্যালন ডি’অর জিতেছেন সি আর সেভেন। দুইবার উঁচিয়ে ধরেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ট্রফি। টানা পঞ্চমবারের মতো ইউরোপ সেরার এই টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও গড়েন তিনি। সেইসঙ্গে পর্তুগালকে ইউরো জয়ের স্বাদ উপহার দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যে কারণেই ফুটবলবোদ্ধাদের ধারণা এটাই রোনাল্ডোর সেরা সময়। এই সময়েই ফিফা কনফেডারেশন্স কাপ জয়ের দারুণ সুযোগ পর্তুগালের। কনফেডারেশন্স কাপে ব্রাজিল-আর্জেন্টিনা নেই। তবে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আর চিলি। কিন্তু সেরা খেলোয়াড় থমাস মুলার, ম্যানুয়েল নিউয়ের, মেসুত ওজিল কিংবা টনি ক্রুসদের দেশে রেখেই মিশন শুরু করবেন জার্মানির অভিজ্ঞ কোচ জোয়াকিম লো। এছাড়া চিলি মেক্সিকোর চেয়েও এখন অনেক এগিয়ে পর্তুগাল। দুর্দান্ত ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া দলটাও বেশ শক্তিশালী। পেপে, ন্যানি, রোনাল্ডোর মতো তারকাদের পাশাপাশি রয়েছে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়ও। তাই ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের আগে ফিফা কনফেডারেশন্স কাপে অনেকেই বাজি ধরছেন রোনাল্ডোর পর্তুগালকে। সি আর সেভেন যখন রাশিয়ায় পা রাখলেন ঠিক তখনই শুরু হয় তার বর্তমান ক্লাব রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন। তবে গুঞ্জনের মধ্যেই একটু স্বস্তির খবর দিলেন আন্দ্রে সিলভা? কর ফাঁকি ইস্যুতে দল-বদল নিয়ে নয়, রোনাল্ডো বরং কনফেডারেশন্স কাপ নিয়েই মনোযোগী বলে জানিয়েছেন তার জাতীয় দল সতীর্থ। গত সপ্তাহে স্পেনের সরকারী কৌঁসুলিদের আনা কর ফাঁকির অভিযোগের পর গণমাধ্যমের খবর, রিয়াল ছাড়তে চান রোনাল্ডো। পর্তুগালের ক্রীড়া দৈনিক ‘আ বোলা’ এক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানায়, রিয়াল ছাড়ার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন তিনি। এই গুঞ্জনের রেশ পৌঁছে গেছে রাশিয়াতেও। তাহলে গ্রুপ পর্বের ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে কর ফাঁকির অভিযোগ ওঠলে রোনাল্ডোকে কেমন দেখাচ্ছে? এমন প্রশ্নের জবাবে আন্দ্রে সিলভা বলেন, ‘রোনাল্ডো জাতীয় দল নিয়ে অনুপ্রাণিত এবং খুব মনোযোগী।’ পেপে-রোনাল্ডোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পর্তুগালকে ভাল ফল এনে দেয়ার ব্যাপারেও দারুণ আশাবাদী ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এ বিষয়ে সিলভা খুব সহজ সরল কণ্ঠেই বলেন, ‘এটা একটা স্বপ্ন। ক্রিশ্চিয়ানোর সঙ্গে খেলার বিষয়টি আমি অনেক বছর ধরে কল্পনা করেছি। তার সঙ্গে খেলব বলে আমি খুশি। আমি তার কথা শোনার চেষ্টা করি এবং সবচেয়ে ভাল উপায়ে সে বিষয়গুলো আমার কাছে ব্যাখ্যা করে। আমি মনে করি আমাদের মধ্যে ভাল বোঝাপড়া দলকে ভাল ফলের দিকে নিয়ে যাবে।’ তবে মেক্সিকোর অভিজ্ঞ গোলরক্ষক গুইলের্মো অচোয়া অবশ্য ম্যাচের আগেই তার সতীর্থদের সতর্ক করে দিলেন। তিনি স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে, শুধু রোনাল্ডোর দিকে নজর দিলেই হবে না। সে কেমন মাপের খেলোয়াড় তা আমরা জানি। কিন্তু পর্তুগালে রোনাল্ডো ছাড়াও আরও যোগ্যতাসম্পন্ন খেলোয়াড় রয়েছে। যাদের আমাদের থামাতে হবে। এই মুহূর্তে আমরা আমাদের খেলার দিকেই মনোযোগী হতে চাই। প্রতিপক্ষকে জবাবটা মাঠেই দিতে চাই আমরা।’
×