ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলিকে নিয়ে আমিরের মাইন্ড গেম

প্রকাশিত: ০৭:০১, ১৮ জুন ২০১৭

কোহলিকে নিয়ে আমিরের মাইন্ড গেম

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরি-ফিটনেস প্রশ্নে নিজের খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে উন্মাদনার ফাইনালে মাঠের বাইরের খেলাটা ঠিকই জমিয়ে তুলেছেন মোহাম্মদ আমির। খোদ প্রতিপক্ষ ভারত অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে মাইন্ড গেমে অবতীর্ণ হয়েছেন তুখোড় এই পাকিস্তানী পেসার। ‘ভারত কোহলির ওপর অনেকাংশে নির্ভরশীল। ও এই প্রথম আইসিসি টুর্নামেন্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছে। তাই ফাইনালে কোহলি নিশ্চয়ই চাপে থাকবে। আর ওর উইকেট প্রথমে তুলে নিতে পারলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে।’ বলেন আমির। বাঁহাতি পেসার যাই বলুন না কেন, ভারতের বাকি ব্যাটম্যানরাও দুরন্ত ছন্দে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। তাই ফাইনালে রোহিত শর্মা-শিখর ধাওয়ান-যুবরাজ সিংও যে ত্রাস হয়ে উঠতে পারেন পাকিদের সেটা ভাল করেই জানা। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে ভারত-পাকিস্তান ব্লকবাস্টার দ্বৈরথ নিয়ে উন্মাদনার পারদ যে বেড়েই চলছে সেটা বলার অপেক্ষা রাখে না। সে দৈরথে অংশীদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন আমির। পিঠের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে দলে ছিলেন আমির। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে স্বপ্নের ফাইনালকে সামনে রেখে আমির লন্ডনে নিজেকে ফিট প্রমাণে পূর্ণ মাত্রায় অনুশীলন করেছেন। শনিবার এ সম্পর্কে পাকিস্তানের বোলিং কোচ আজহার মাহমুদ বলেছেন, ‘আমির আজ নেটে বোলিং করেছে। সে ফিট আছে। যদিও এখনও আমরা তার খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেইনি। ফাইনালে খেলতে গেলে প্রতিটি দলই তার অভিজ্ঞ খেলোয়াড়দের দলে চায়। আর নির্দিষ্ট ঐ দিনটিতে খেলোয়াড়দের শতভাগ ফিটনেসও প্রত্যাশা করা হয়। অবশ্যই আমরা আমিরের খেলার ব্যাপারে আশাবাদী।’ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আমিরের স্থানে আরেক বাঁহাতি রুম্মান রইসের অভিষেক হয়েছে। প্রথম ম্যাচেই তিনি ৯ ওভারে ৪৪ রানে ২ উইকেট নিয়েছেন। হাসান আলি ৩৫ রানে ৩ উইকেটের সাথে রইস ও অন্য বোলাররা মিলে ইংল্যান্ডের ইনিংস ২১১ রানেই গুটিয়ে দেন। আজহার বলেন, আমাদের দল অনেক শক্তিশালী। মেহমুদ আরও যোগ করেন, ‘সেমিতে আমির ছিল না। কিন্তু অন্য খেলোয়াড়রা বুঝতেই দেয়নি আমাদের মূল স্ট্রাইক বোলার দলে নেই। রইস যেভাবে বোলিং করেছে তাতে আমরা দারুণ সন্তুষ্ট। যে কোন পরিস্থিতিতে মানিয়ে নেবার মতো দক্ষ খেলোয়াড় পাকিস্তান দলে রয়েছে। এখন শুধু প্রয়োজন আত্মবিশ^াস। আমি মনে করি যে কারও পরিবর্তে যে কোন খেলোয়াড় দলে আসতে পারে।’ আসরে তিন ম্যাচে ১৩৫ রানে মাত্র ২ উইকেট পাওয়া আমির যে ফিট থাকলে ভারতের বিপক্ষে মূল একাদশে অবশ্যই আসছেন এতে কোন সন্দেহ নেই। আর সে কারণেই রইসকে হয়ত জায়গা ছেড়ে দিতে হতে পারে।
×