ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জাপান গেল কৃষ্ণারা

প্রকাশিত: ০৭:০০, ১৮ জুন ২০১৭

জাপান গেল কৃষ্ণারা

স্পোর্টস রিপোর্টার ॥ প্রশিক্ষণ ক্যাম্প ও পাঁচটি প্রীতি ম্যাচ খেলতে শনিবার রাতে জাপান রওনা হয়েছে (ট্রানজিট সিঙ্গাপুর) বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় মহিলা ফুটবল দল। এএফসি অনুর্ধ-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতির ধারাবাহিকতায় এ সফর করছে তারা। জাপানের ওসাকায় জে গ্রিন সাকাই ট্রেনিং সেন্টারে এই প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হবে বাংলাদেশ অনুর্ধ-১৬ জাতীয় মহিলা ফুটবল দলের। এএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করার পর থেকেই অনেকদিন ধরে কঠোর অনুশীলন করে যাচ্ছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যারা। আগামী সেপ্টেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই চূড়ান্ত পর্বের খেলা। প্রস্তুতির অংশ হিসেবে জাপান ফেস্টিভ্যালে অংশ নেয়ার পর সিঙ্গাপুর ও চীনে প্রীতি ম্যাচ খেলে কৃষ্ণাবাহিনী। আবারও কৃষ্ণার দল সুযোগ পেল জাপানে প্রশিক্ষণ ক্যাম্প ও প্রীতি ম্যাচ খেলার। ১৯, ২১ ও ২৩ জুন ওসাকা কাইসেই হাইস্কুল, সাকাই একাডেমি ও ওসাকা সেইসো হাইস্কুলের বিপক্ষে প্রীতি ম্যাচগুলো খেলবে বাংলাদেশ অনুর্ধ-১৬ মহিলা জাতীয় দল। চূড়ান্ত পর্বে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাই অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে নারী ফুটবলারদের মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দলের কোচ ছোটন। বাংলাদেশ অ-১৬ জাতীয় মহিলা ফুটবল দল ॥ গোলরক্ষক : মাহমুদা, রুমকি; ডিফেন্ডার : নার্গিস খাতুন, মাসুরা পারভিন, আঁখি খাতুন, শিউলি, আনাই মগিনি, নীলা, শামসুন্নাহার; মিডফিল্ডার : মিশরাত জাহান মৌসুমী, মারিয়া মান্দা (সহ-অধিনায়ক), তহুরা খাতুন, সানজিদা আক্তার, মারজিয়া, মনিকা চাকমা, ইশরাত জাহান রতœা, রাজিয়া খাতুন, ফরোয়ার্ড : কৃষ্ণা রানী সরকার (অধিনায়ক), আনুচিং মগিনি, সিরাত জাহান স্বপ্না; কোচ : গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ : মাহবুবুর রহমান লিটু, মহিলা কোচ : সাবিনা খাতুন এবং টেকনিক্যাল এ্যান্ড স্ট্র্যাটেজিক ডিরেক্টর : পল থমাস স্মলি।
×