ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুন্দরী হলেই চাকরি

প্রকাশিত: ০৬:১২, ১৮ জুন ২০১৭

সুন্দরী হলেই চাকরি

ভাল চাকরি পেতে কত কাঠখড় পোড়াতে হয় প্রার্থীকে। ব্যতিক্রম, উত্তর কোরিয়ার ট্রাফিক বিভাগ। দেশটির এই বিভাগে চাকরি পাওয়ার শর্ত সুন্দর মুখ। বয়সে কম ও সুন্দরী তরুণীদের শর্ত মেনেই চাকরি নিতে হয় এই বিভাগে। তবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা নেই। কিম জং উনের দেশে ট্রাফিক বিভাগে নারীদের চাকরির ক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো- ওই নারীকে হতে হবে সুন্দরী। এ বিষয়ে ছাড় দেয়া হয় না। দ্বিতীয়ত, ২৬ বছরেই অবসর নিতে হবে। তৃতীয়ত, চাকরি করার সময় বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। যদি কেউ তা করে তাহলে তৎক্ষণাৎ সাসপেন্ড। এজন্য কোরিয়ায় ঘুরতে যাওয়া পর্যটক এবং সাংবাদিকদের কাছে বড় আকর্ষণ সুন্দরী ট্রাফিক তরুণীরা। বর্তমানে রাজধানী পিয়ংইয়ংয়ে তিন শ‘ নারী ট্রাফিক পুলিশ রয়েছে। -ওয়েবসাইট
×