ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই ॥ আমু

প্রকাশিত: ০৬:১১, ১৮ জুন ২০১৭

ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই ॥ আমু

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১৭ জুন ॥ শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপি বলেছেন, ইসলামে জঙ্গীবাদের কোন স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম। রমজান হচ্ছে, মুসলমানদের জন্য একাটি সওয়াবের মাস; ত্যাগ ও সংযমের মাধ্যমে এই সওয়াব হাসিল করতে হয়। প্রত্যেক মুসলমানের রোজা এবং নামাজ পালন করা পবিত্র দায়িত্ব। তিনি শনিবার সন্ধ্যা ছয়টায় ঝালকাঠি পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ জোবায়েদুর রহমান শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ হামিদুল হক, জেলা ও দায়রা জজ মোঃ ইফতিয়ারুল ইসলাম মল্লিক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু শামীম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সরদার মোঃ শাহ আলম ও সিভিল সার্জন শ্যামল কৃষ্ণ হাওলাদার উপস্থিত ছিলেন। এর আগে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলানয়াতনে আমির হোসেন আমুর স্বেচ্ছাধীন তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদানের চেক এবং ২০১৬-১৭ অর্থবছরে ঝালকাঠি সদর উপজেলার কাবিখা প্রকল্প থেকে সোলার প্যানেল বিতরণ করা হয়েছে। শনিবার বিকেল পাঁটায় এই অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি ছিলেন। মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে ২৭টি প্রতিষ্ঠান ও ৪৫ ব্যক্তিকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা থেকে ১০ হাজার এবং প্রতিষ্ঠান পর্যায় ২৫ হাজার থেকে সর্ব নি¤œ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। ঝালকাঠি সদর উপজেলায় ২০১৬-১৭ অর্থবছরে ৮১৬ সোলার প্যানেল বিতরণ করা হবে এবং এ থেকে ৪৪১৫ জন উপকৃত হবেন। এ খাতে ১ কোটি ৮৪ লাখ ৬৯ হাজার ৭শ’ ৪৯ টাকা ব্যয় করা হবে।
×