ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গীরা ইসলামের শত্রু, সভ্যতার শত্রু ॥ মতিয়া

প্রকাশিত: ০৬:০৮, ১৮ জুন ২০১৭

জঙ্গীরা ইসলামের শত্রু, সভ্যতার শত্রু ॥ মতিয়া

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৭ জুন ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তখন কিছু লোকের মাথা খারাপ হয়ে গেছে। শুধু বালাদেশে নয়, সারা পৃথিবীতে তারা মসজিদে বোমা মেরে, মাজারে বোমা মেরে মানুষ হত্যা করছে। জঙ্গী যারা, তারা মানুষের শত্রু, জঙ্গী যারা তারা ইসলামের শত্রু, জঙ্গী যারা তারা এ পৃথিবীর সমস্ত সভ্যতার শত্রু। তিনি শনিবার সকালে নিজ নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সন্নাসীভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদ-উল-ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, গ্রেনেড, ককটেল, পেট্রোলবোমা এমনকি এখন রকেট লাঞ্চার পর্যন্ত তারা জমাচ্ছে হামলা করবে বলে। কিন্তু আল্লাহর রহমতে শেখ হাসিনার জন্য সারাদেশের মানুষ বিশেষভাবে দোয়া করেন, এজন্য তারা কিন্তু ধরা পড়ছে। বাংলাদেশে যেভাবে জঙ্গীরা ধরা পরে, পৃথিবীর কোথাও কিন্তু এভাবে ধরা পড়ে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশে আজ অপেক্ষাকৃত কিছু অস্বচ্ছল মানুষ থাকলেও গরিব মানুষের অভাব রয়েছে। আগামী নির্বাচনে জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতায় নিয়ে আসলে ওইসব অস্বচ্ছলতাও থাকবে না ইনশাআল্লাহ। কৃষিমন্ত্রীর সঙ্গে শেরপুরের জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী নালিতাবাড়ীর ৩টি ইউনিয়ন ও নকলা উপজেলার ৯টি ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে প্রাপ্ত শাড়ি, ট্রাউজার ও শার্ট বিতরণ করেন। এছাড়াও প্রত্যেকটি বিদ্যালয় ও মাদ্রাসার ৮ম এবং ৯ম শ্রেণীর প্রথম ১০ জনকে একটি করে থ্রি-পিচ ও একটি করে শাড়ি প্রদান করেন।
×