ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৪:২৪, ১৮ জুন ২০১৭

সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্র

চলতি বছর দ্বিতীয়বারের মতো সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র। এবার হার দশমিক ২৫ শতাংশ বাড়ানো হয়েছে। বিবিসির খবরে জানানো হয়েছে, কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী সুদ ১ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিল ১ শতাংশ। এর আগে সর্বশেষ ফেব্রুয়ারিতে দেশটি সুদের হার বাড়ায়। এ নিয়ে মাত্র ৬ মাসে দুইবার হার বাড়ানো হলো। ২০০৮ সালের পর এ হার সর্বোচ্চ। মার্কিন অর্থনীতিতে সঙ্কটের পর ওই সময় নীতিনির্ধারকরা ঋণ নেয়া ও ব্যয় কমাতে সুদ হার কমায়। ফেডারেল রিজার্ভের চেয়ারপার্সন জেনেট ইয়েলেন বলেন, মার্কিন অর্থনীতিতে এখন সুবাতাস বইছে। অর্থনীতি শক্তিশালী হচ্ছে। সেই সঙ্গে শ্রমবাজারেও ইতিবাচক সাড়া পড়ছে। যার কারণে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, আমাদের এ সিদ্ধান্ত দেশের অর্থনীতিকে আরও ত্বরান্বিত এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করবে বলে আশা করছি। -অর্থনৈতিক রিপোর্টার ইউরোপে গাড়ি বিক্রি বেড়েছে ২০১৭ সালের জানুয়ারি-মে মেয়াদে অর্থাৎ বছরের প্রথম ৫ মাসে ইউরোপের দেশগুলোতে ৬৯ লাখ ২০ হাজারের বেশি গাড়ি বিক্রি হয়েছে। এর মধ্যে শুধু মে মাসে বিক্রি হয়েছে ১৪ লাখ ৩০ হাজারের বেশি গাড়ি; যা ২০১৬ সালের একই মাসের তুলনায় ৭ দশমিক ৭ শতাংশ বেশি। ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউরোপিয়ান ফ্রি ট্রেড এ্যাসোসিয়েশনে নিবন্ধিত গাড়ির পরিসংখ্যানের ভিত্তিতে এমন তথ্য জানানো হয়েছে। এই পরিসংখ্যান নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রাসেলস ভিত্তিক সংগঠন এ্যাসোসিয়েশন অব ইউরোপিয়ান কারমেকার্স। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মোটরযান শিল্পে সঙ্কট তৈরি আগে ২০০৭ সালে প্রতি মাসে গড়ে যে পরিমাণ গাড়ি বিক্রি হতো- গত মে মাসে তার কাছাকাছি গাড়ি বিক্রি হয়েছে। বেশ কয়েক বছর ধরে মোটরযান শিল্পের চলমান সঙ্কট দূর হওয়ার ইঙ্গিত দেয় এই পরিসংখ্যান। এতে আরও বলা হয়েছে, গত কয়েক দশকের মধ্যে ইউরোপে সবচেয়ে কম গাড়ি বিক্রি হয়েছিল ২০১৪ সালে। -অর্থনৈতিক রিপোর্টার
×