ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইসিটি পণ্য সরবরাহে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ০৪:২৩, ১৮ জুন ২০১৭

আইসিটি পণ্য সরবরাহে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশীয় আইসিটি পণ্য বাজারে সরবরাহের ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন এ শিল্পের বিনিয়োগকারীরা। অপরদিকে সরবরাহ পর্যায়ে আমদানিকৃত পণ্যকে ভ্যাটমুক্ত রাখায় স্থানীয় উৎপাদন ও সংযোজন শিল্প মুখ থুবড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। এ কারণে প্রস্তাবিত নতুন বাজেটে স্থানীয় পর্যায়ে উৎপাদিত বা সংযোজনকৃত ল্যাপটপ ও মোবাইল ফোনসহ অন্যান্য আইসিটি পণ্য সরবরাহ পর্যায়ে ভ্যাট অব্যাহতির দাবি জানানো হয়েছে। সেইসঙ্গে দীর্ঘমেয়াদে ট্যাক্র হলিডে চেয়েছেন উদ্যোক্তারা। তাদের মতে, ১৫ শতাংশ ভ্যাট দিয়ে আমদানি পণ্যের সঙ্গে শুরুতেই পেরে উঠবে না স্থানীয় উদ্যোক্তারা। আর দীর্ঘমেয়াদে আয়কর অব্যাহতি পেলে ওই টাকা পুনঃবিনিয়োগের মাধ্যমে এই শিল্পের সুরক্ষা নিশ্চিত হবে। প্রস্তাবিত কর কাঠামো বহাল থাকলে দেশে আইসিটি খাতের কোন শিল্প গড়ে উঠবে না এবং সরকারের ভিশন ২০২১ তথা ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রার ধারাবাহিকতা ব্যাহত হবে। এই বাস্তবতায় কম্পিউটার এ্যান্ড মোবাইল ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সরবরাহ পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সঙ্গে প্রস্তাবিত বাজেটে আইসিটি পণ্যভ্যাটমুক্ত রাখার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, উদীয়মান এ শিল্পে দেশীয় প্রতিষ্ঠানকে কমপক্ষে ১৫ বছরের জন্য আয়কর অব্যাহতির সুবিধা ঘোষণারও দাবি জানিয়েছে এ্যাসোসিয়েশনটি। সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় আইসিটি শিল্পের বিকাশে প্রস্তাবিত বাজেটে যেসব সুবিধা প্রদান করা হয়েছে, তা থেকে স্থানীয় বিনিয়োগকারীরা লাভবান হতেন। কিন্তু আমাদনিকৃত আইসিটি পণ্যেকে সরবরাহ পর্যায়ে ভ্যাটমুক্ত রাখা হয়েছে। অন্যদিকে স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের সরবরাহ পর্যায়ে ভ্যাট রাখা হয়েছে। ফলে বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন দেশীয় উদ্যোক্তারা। তারা এ শিল্পে বিনিয়োগ করার যে পরিকল্পনা করছিলেন তা আলোর মুখ দেখছে না বলে মনে করা হচ্ছে।
×