ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৪শ’ কোটি টাকার বন্ড ছাড়বে এবি ব্যাংক

প্রকাশিত: ০৪:০৩, ১৮ জুন ২০১৭

৪শ’ কোটি টাকার বন্ড ছাড়বে এবি ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ বন্ড ছেড়ে ৪০০ কোটি টাকা সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্যাংকের ৬৩০তম সভায় এ সিদ্ধান্ত হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, এ বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভারটেবল, নন-লিস্টেট এবং রিডেমেবল। অর্থাৎ এ বন্ড ইস্যুর বিপরীতে কোন জামানত রাখবে না ইস্যুকারী প্রতিষ্ঠান; নির্দিষ্ট মেয়াদ শেষে এটি অবসায়িত হবে; কোনোভাবেই এটি শেয়ারে রূপান্তরিত হবে না। সূত্রে আরও জানা গেছে, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এই বন্ড বিক্রি করা হবে। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। টায়ার-২ রেগুলেটরি মূলধন বাড়াতে এই বন্ড ইস্যু করা হবে। সুদের হার হবে ৭ থেকে ১০.৩০ শতাংশ। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ বন্ড ছাড়া হবে। ফাস ফাইন্যান্সের ক্যাটাগরি পরিবর্তন অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নেমে গেছে। আগামী ১৮ জুন থেকে কোম্পানিটি পুঁজিবাজারে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই ছিল বোনাস। ‘এ’ ক্যাটাগরির কোম্পানি: কোন কোম্পানি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বা তার বেশি লভ্যাংশ দিলে ওই কোম্পানি ‘এ’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়। কোম্পানিটি আগে থেকে ‘এ’ ক্যাটাগরিতে থেকে থাকলে লভ্যাংশের পরও সে ক্যাটাগরিতেই থেকে যায়। আর বি, এন অথবা জেড ক্যাটাগরিতে থাকলে সেখান থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তর হয়।
×