ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হরমুজ প্রণালীতে চীন-ইরান নৌমহড়া

প্রকাশিত: ০৪:০০, ১৮ জুন ২০১৭

হরমুজ প্রণালীতে চীন-ইরান নৌমহড়া

ইরান ও চীনের কয়েকটি যুদ্ধজাহাজ পারস্য উপসাগরের হরমুজ প্রণালী ও ওমান সাগরে সামরিক মহড়া চালাবে । রবিবার এ মহড়া শুরু হবে। খবর ইয়াহু নিউজের। এক যৌথ সংবাদ সম্মেলনে ইরানের প্র্রথম নৌ ঘাঁটির কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আমির হোসেইন আজাদ জানান, হরমুজ প্রণালীর পূর্বে এবং ভারত মহাসাগরের উত্তরে এ মহড়া অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চীনের সফররত ১৫০তম বহরের কমান্ডার শেন হাও। ইরানি কমান্ডার জানান, দু’দেশের মধ্যে নৌ অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ মহড়ার আয়োজন করা হয়েছে। অস্বাভাবিক আকৃতি... যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সিমবা নামের ৩৫ পাউন্ডের একটি বিড়ালের লালনপালনের জন্য একজন মালিক খোঁজা হচ্ছে। তবে মালিককে বিড়ালটির ওজন কমাতে তার পেছনে যথেষ্ট সময় ব্যয় করার মানসিকতা থাকতে হবে। পশুদের দেখভালে নিয়োজিত হিউম্যানি রেসকিউ এ্যালায়েন্সের কর্মীরা বলেছেন, তারা এর আগে কখনও এতবড় বিড়াল দেখেননি। ছয় বছর বয়সী ওই বিড়াল আকারে সিংহ শাবকের চেয়েও বড়। -ওয়াশিংটন পোস্ট কেটি পেরির রেকর্ড! সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পপ সঙ্গীতশিল্পী কেটি পেরি (৩২) রেকর্ড করেছেন। সেখানে তার ফলোয়ারের সংখ্যা দশকোটি ছাড়িয়ে গেছে। এই প্রথম কোন ব্যক্তি এ মাইলফলক স্থাপন করলেন। সম্প্রতি এক লাইভস্ট্রিমে তিনি ভক্তদের সঙ্গে বিভিন্ন বিষয় শেয়ার করেছেন। সঙ্গীতশিল্পী জাস্টিন বিবার নয়কোটি ৭০ লাখ ও পেরির পপ প্রতিদ্বন্দ্বী টেইলর সুইফট আটকোটি ৫০ লাখ ফলোয়ার নিয়ে তার পরেই রয়েছেন। -এএফপি
×