ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাত নৌসেনা নিখোঁজ

মার্কিন রণতরীর সঙ্গে ফিলিপিনো বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ

প্রকাশিত: ০৩:৫৯, ১৮ জুন ২০১৭

মার্কিন রণতরীর সঙ্গে ফিলিপিনো বাণিজ্যিক জাহাজের সংঘর্ষ

জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি রণতরীর সঙ্গে ফিলিপিন্সের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের সংঘর্ষে সাত মার্কিন নৌসেনা নিখোঁজ ও তিনজন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত ২টা ৩০ মিনিটে টোকিও উপসাগরের দক্ষিণে এবং বন্দরনগরী ইয়োকোসুকা থেকে ১০৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ ঘটনা ঘটে বলে বিবৃতিতে মার্কিন নৌবাহিনী জানিয়েছে। খবর বিবিসি অনলাইনের। বিবৃতিতে জানান হয়, ইউএসএস ফিটজেরাল্ডেকে এসিএক্স ক্রিস্টাল জাহাজ ধাক্কা দেয়। এতে ফিটজেরাল্ডের স্টারবোর্ড সাইডে পানির উপরে ও নিচের উভয় দিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ওপর থেকে নেয়া ছবিতে ডেস্টয়ারটির স্টারবোর্ড পাশে ব্যাপক ক্ষয়ক্ষতি দৃশ্যমান হয়েছে। আহত তিন নৌসেনার মধ্যে মার্কিন ড্রেস্টয়ারটির কমান্ডিং অফিসার ব্রেইস বেনসনও রয়েছেন। তাদের হেলিকপ্টারযোগে ইয়োকোসুকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেনসনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। রণতরীটির ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র ও আহত নাবিকদের সার্বিক অবস্থা পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ক্ষতিগ্রস্ত মার্কিন ড্রেস্টয়ার ফিটরেজাল্ডে পানি ঢুকে গেলেও ডুবে যাওয়ার কোন ঝুঁকি নেই। অপরদিকে ঘটনার পর পণ্যবাহী বাণিজ্য জাহাজ এসিএক্স ক্রিস্টাল নিজ শক্তিতে এগিয়ে যেতে সক্ষম হয়। তবে ফিটরেজাল্ড নিজ শক্তিতে চলতে পারলেও এর ক্ষমতা ‘সীমাবদ্ধ’ হয়ে পড়েছে। ইয়োকোসুকায় মোতায়েন যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের এক মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত ফিটজেরাল্ড তিন নট গতিতে ইয়োকোসুকার নৌঘাঁটিতে ফিরে যাচ্ছে। জাপান কোস্টগার্ড নিখোঁজ নাবিকদের সন্ধানে সাগরে তল্লাশি চালাচ্ছে বলে জানা গেছে। ইউএসএস ফিটরেজাল্ড বিশ্বের সবচেয়ে উন্নত রণতরীগুলোর মধ্যে একটি। এর উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার ব্যবস্থা রয়েছে। কেন এর নাবিকরা দু’শ মিটার (সাত শ’ ফিট) লম্বা একটি জাহাজের ধাক্কা এড়াতে পারল না তা নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। কোস্ট গার্ড আরও জানিয়েছে, ক্রিস্টাল জাহাজটির ওজন তিন হাজার টনেরও কম। যার তিনগুণ বেশি ওজন ফিটরেজাল্ডের। জাপানের জাতীয় সম্প্রচার এনএইচকে’র মতে, এর ক্ষতি খুবই সামান্য হয়েছে। এক বিবৃতিতে ইউএস নেভির অপারেশন চিফ এ্যাডমিরাল জন রিচার্ডসন জানিয়েছেন, আরও নিশ্চিত তথ্য জেনে আমরা ফিটরেজাল্ড পরিবার ও যখন সময় হবে সবাইকে জানান হবে।
×