ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শাহজালালে বৈদেশিক মুদ্রা আটক

প্রকাশিত: ০৮:০৪, ১৭ জুন ২০১৭

শাহজালালে বৈদেশিক মুদ্রা আটক

স্টাফ রিপোর্টার ॥ ঈদ সামনে, মুদ্রা পাচার বেড়েছে। হুন্ডির মাধ্যমে চোরাচালানের পাওনা পরিশোধ করতেই পাচার করা হচ্ছে মুদ্রা। এমনই একটি চালান ধরা পড়েছে বিমানবন্দরে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সবজির ব্যাগে বিশেষভাবে লুকানো বৈদেশিক মুদ্রাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। শুক্রবার সকালে মোঃ মোতালেব নামে ওই ব্যক্তিকে ধরা হয়। এ সময় তার কাছে পাওয়া যায় ৭৬ লাখ ৫৮ হাজার ১২৩ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা। শুল্ক গোয়ন্দা প্রধান বলেন, ‘ঘোষণা ছাড়া এবং লুকানোর কারণে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন ও শুল্ক আইন ভঙ্গ করেছেন ওই যাত্রী। মূলত চোরচালানি করতেই এ টাকা তিনি বহন করছিলেন। তাকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া যেতে পারে।
×