ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভ্যাঙ্কুভারে সিওএল সভা

শিক্ষাক্ষেত্রে সাধারণ মান নির্ধারণের আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ০৭:৪২, ১৭ জুন ২০১৭

শিক্ষাক্ষেত্রে সাধারণ মান নির্ধারণের আহ্বান শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষাক্ষেত্রে একটি সাধারণ মান নির্ধারণের জন্য কমনওয়েলথভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত কমনওয়েলথ অব লার্নিং (সিওএল) এর ৩৪তম বোর্ড অব গভর্নর্র্সের সভার শেষ দিন বাংলাদেশের শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান। বৃহস্পতিবার থেকে এ সভা শুরু হয়েছে। কমনওয়েলথ অব লার্নিং (সিওএল) কমনওয়েলথ রাষ্ট্রসমূহের একটি আন্তর্জাতিক সংস্থা, যা সদস্য দেশগুলোর মধ্যে দূর-শিক্ষণ পদ্ধতি ও আইসিটি প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে শিক্ষণের সুযোগ সৃষ্টি ও বিস্তারের জন্য কাজ করে থাকে। এর কার্যক্রম মানবসম্পদ উন্নয়নে সদস্য রাষ্ট্রসমূহের সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বোর্ড অব গবর্নর্সের সভায় বোর্ডের নতুন সদস্যদের অরিয়েন্টেশন, অডিট ও পারফর্মেন্স কমিটি এবং প্রতিযোগিতামূলক ঝুঁকি কৌশল নিয়ে আলোচনা হয়। নতুন সদস্য হিসেবে বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বর্তমান সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে সাম্প্রতিক উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন। শিক্ষার উন্নয়নে, বিশেষ করে দক্ষতা উন্নয়নে ধারণাসমূহ বিনিময়ের জন্য তিনি কমনওয়েলথ দেশসমূহের প্রতি আহ্বান জানান। এ সময় তিনি সদস্য রাষ্ট্রসমূহের জন্য শিক্ষাক্ষেত্রে একটি সাধারণ মান (ঈড়সসড়হ ংঃধহফধৎফ) নির্ধারণেরও আহ্বান জানান। বলেন সকল দেশের শিক্ষার জন্যই এটা জরুরী। উল্লেখ্য, ১৯৮৮ সালে সিওএল প্রতিষ্ঠার পর এবার বাংলাদেশের শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো এ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন। এদিকে কমনওয়েলথ অব লার্নিং (সিওএল) এর বোর্ড অব গবর্নর্সের সভায় অংশগ্রহণের পাশাপাশি শিক্ষামন্ত্রী কমনওয়েলথ মহাসচিব মিজ প্যাট্রিসিয়া স্কটল্যান্ডের সঙ্গে বৈঠক করেছেন। মহাসচিব এ সময় বাংলাদেশে শিক্ষাক্ষেত্রে দ্রুত অগ্রগতির প্রশংসা করেন এবং সিওএল বোর্ডে বাংলাদেশের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। শিক্ষামন্ত্রী এ ফোরামে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। লিগ্যাল এডুকেশন নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সম্মেলন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ প্রথমবারের মতো লিগ্যাল এডুকেশন নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সম্মেলনের বিভিন্ন সেশনে অতিথি হিসেবে যোগ দেন সাবেক প্রধান বিচারপতি এম তাফাজ্জাল ইসলাম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস এ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডীন ড. ফৌজিয়া মান্নান। সম্মেলনের আহ্বায়ক হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারপার্সন ড. তুরিন আফরোজ। সম্মেলনে বক্তারা বঞ্চিত মানুষের অধিকার আদায়ে আইনের যথাযথ শিক্ষা ও প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা আশা প্রকাশ করেন এই সম্মেলন দক্ষিণ এশিয়ার আইনের শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে জ্ঞানগত বন্ধন দৃঢ় করবে।
×