ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারী নির্যাতন বন্ধ ও সুলতানা কামালের হুমকিদাতাদের বিচার দাবিতে সমাবেশ

প্রকাশিত: ০৭:৪০, ১৭ জুন ২০১৭

নারী নির্যাতন বন্ধ ও সুলতানা কামালের হুমকিদাতাদের বিচার দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥ একের পর এক নারী নির্যাতন আর বিচারহীনতার কাহিনী ঘটে চলেছে। একটি নির্যাতনের ঘটনা বীভৎসতায়, বর্বরতায় আগেরটিকে ছাপিয়ে যাচ্ছে। সারাদেশে এমন অসংখ্য নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। গত চার মাসে (জানুয়ারি থেকে এপ্রিল) ধর্ষণ-হত্যা-নির্যাতনের শিকার হয়েছে প্রায় দেড় হাজার নারী ও শিশু। নারী নির্যাতনের এমন চিত্র তুলে ধরে সারাদেশে নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা বন্ধে অপরাধীদের বিচারের দাবি জানায় সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার বেলা এগারোটায় জাতীয় প্রেসক্লাবের সামনে নারী নির্যাতন বন্ধে ও সুলতানা কামালের হুমকিদাতাদের বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, কয়েকদিন আগে ঢাকার বাড্ডা এলাকায় ৮ বছরের একটি মেয়েকে ইফতারে দাওয়াত দিয়ে ধর্ষণ করে বাসার দুই দারোয়ান। ৩ থেকে ৬০ বছর- সব বয়সের নারীকেই ধর্ষণ করা হয়। গাজীপুরে হযরত আলীর ১০ বছরের মেয়ে আয়েশাকে ধর্ষণের চেষ্টা চালায় বখাটে ফারুক মিঞা। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু। বক্তারা বলেন, নারী নেত্রী কল্পনা চাকমাকে ২১ বছর আগে অপহরণ করা হয়। এখনও আমরা বিচার পাইনি। এদিকে একের পর এক ধর্মীয় ও জাতিগত নিপীড়ন চলছে। এর সর্বশেষ শিকার লংগদু। এ পর্যন্ত পাহাড়ে বা সমতলে যত ধর্মীয় ও জাতিগত নিপীড়ন হয়েছে তার কোনটিরই বিচার হয়নি। ফলে নিপীড়ন আরও বেড়েছে। সেই সঙ্গে নারী নেত্রী মানবাধিকারকর্মী সুলতানা কামালের কথা বিকৃত করে হেফাজতে ইসলাম সমাবেশ করে তাকে হুমকি দিল। সরকার এখনও নীরব। সভায় আরও বক্তব্য রাখেনÑ সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টাম-লীর সদস্য সামসুন্নাহার জ্যোৎস্না, সংগঠনের সদস্য ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রভাষক শিপ্রা ম-ল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা নগর শাখার সাধারণ সম্পাদক মুক্তা বাড়ৈ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সুস্মিতা মরিয়ম।
×