ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী বুঝেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না॥ ফখরুল

প্রকাশিত: ০৭:৩৯, ১৭ জুন ২০১৭

প্রধানমন্ত্রী বুঝেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি ছাড়া যে আগামী নির্বাচন সম্ভব নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বুঝতে পেরেই ভোটে অংশ নেয়ার ডাক দিয়েছেন বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত এক ইফতার পার্টিতে এমন মন্তব্য করেন তিনি। সুইডেন সফরে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া জানান। মির্জা ফখরুল বলেন, তিনি (প্রধানমন্ত্রী) সেখানে গিয়ে বিএনপিকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছেন, খুব আনন্দের কথা। আপনার মুখ থেকে আমাদের অংশগ্রহণের কথা বলা- এটা আগে কখনও শুনিনি, এখন শুনালাম। এতে কিছুটা আনন্দিত হয়েছি এজন্য যে, তাহলে আপনি বুঝতে পেরেছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না। বৃহস্পতিবার সুইডেনের রাজধানী প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা সভায় ২০১৪ সালের নির্বাচনে ‘না আসার ভুল’ থেকে শিক্ষা নিয়ে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ জানুয়ারির সেই নির্বাচন বর্জনকে ভুল বলতে নারাজ বিএনপি মহাসচিব প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, “আমরা তো নির্বাচনে যেতে চেয়েছি। আপনারা চাতুরি করে, প্রতারণা করে, জনগণকে বিভ্রান্ত করে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিয়ে পঞ্চদশ সংশোধনী করলেন। অর্থাৎ কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে আবার দলীয় সরকারের অধীনে নির্বাচন আনলেন। এর বিরুদ্ধে ওই সময়ের আন্দোলনে ‘জাতীয় পার্টির একটা অংশ ছাড়া’ সব রাজনৈতিক দলসহ আপামর জনসাধারণ অংশ নিয়েছিল বলে দাবি করেন মির্জা ফখরুল। রাজধানীর বিজয় নগরে হোটেল ’৭১ এ রাজশাহী বিশ্ববিদ্যালয় ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের (রুনেসা) উদ্যোগে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়। এই ইফতারে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মল্লিক মোঃ মোকাম্মেল কবীরের পরিচালনায় আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দল নেতাদের মধ্যে এ্যাডভোকেট নুরুজ্জামান তপন, শাহিন শওকত, মতিউর রহমান মন্টু, আমিনুল ইসলাম, রমেশ দত্ত, জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর, জিয়াউল ইসলাম জিয়া, রোজিনা আখতার ডলি প্রমুখ বক্তব্য দেন।
×