ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্তিযোদ্ধা সংসদের দুর্নীতি ও লুটপাট তদন্তের নির্দেশ হাইকোর্টের

প্রকাশিত: ০৭:৩৬, ১৭ জুন ২০১৭

মুক্তিযোদ্ধা সংসদের দুর্নীতি ও লুটপাট তদন্তের নির্দেশ হাইকোর্টের

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের দুর্নীতি ও লুটপাটের বিষয়ে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সম্প্রতি পৃথক দুইটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি শহীদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে দুদকে অভিযোগ দায়ের করেছিলেন টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডার রবিউল আলম। তার আবেদনের পরেও কোন প্রতিকার না পাওয়ায় পৃথক দুটি রিট আবেদন করেন তিনি। আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া। পরে আইনজীবী মুহম্মদ শফিউদ্দিন ভূঁইয়া জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ১৯৭২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৪৬টি খাতে ৭৪ কোটি টাকা আত্মসাতের ঘটনা উঠে আসে রাজস্ব অধিদফতরের নিরীক্ষায়। এছাড়া ২০০৭ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মুক্তিযোদ্ধা সংসদ ৪০ বছর পূর্তি ও মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রায় ১০ কোটি ১০ লাখ টাকা বিভিন্ন খাত দেখিয়ে অনিয়মতান্ত্রিক উপায়ে খরচ করে। যা নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায়ও সংবাদ প্রকাশিত হয়েছে। এসব বিষয়ে সাধারণ মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়। এরপর টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা কমান্ডার রবিউল আলম দুদকে অভিযোগ দায়ের করলে কোন প্রতিকার না পাওয়ায় রিট আবেদন দুটি করা হয়।
×