ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাশিয়া সম্পূর্ণ নিরাপদ দেশ- দাবি আয়োজকদের

প্রকাশিত: ০৭:১৫, ১৭ জুন ২০১৭

রাশিয়া সম্পূর্ণ নিরাপদ দেশ- দাবি আয়োজকদের

স্পোর্টস রিপোর্টার ॥ আজ রাশিয়ায় শুরু হচ্ছে ফিফা কনফেডারেশন্স কাপ ফুটবল। টুর্নামেন্টটি সফলভাবে সম্পœন্ন করতে সবধরনের প্রস্তুতি নিয়েছে আয়োজকরা। বিশেষ করে নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে খেলার মাঠেও সহিংস ঘটনা ঘটেছে। এ জন্য আয়োজকরা সতর্ক। ২০১৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত ইউরো টুর্নামেন্ট চলাকালে যে সহিংসতা ঘটেছিল তার পুনরাবৃত্তি ঘটবে না বলে টুর্নামেন্ট শুরুর আগে প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। বিশ্বকাপ শুরুর এক বছর আগে স্বাগতিক সমর্থকদের বর্ণবাদী আচরণ কিংবা সহিংসতা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও আটজাতির অংশগ্রহণে কনফডারেশন্স কাপে এ ধরনের কোন সমস্যা সৃষ্টির আশঙ্কা নেই জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও রুশ ফুটবল ইউনিয়নের সভাপতি ভিটালি মুটকো বলেন, রাশিয়া সম্পূর্ণ নিরাপদ একটি দেশ। আমি নিশ্চিত আমাদের সমর্থকরাও ভাল আচরণ করবে। আমাদের সবাইকে এবং আগত অতিথিদেরও রাশিয়ার ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সম্মানবোধ থাকতে হবে। আমাদের দেশটি নিরাপদ এবং উন্মুক্ত। গতমাসে ম্যানচেস্টারে বোমা হামলার পর এই টুর্নামেন্ট উপলক্ষে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে রুশ কর্তৃপক্ষ। টুর্নামেন্টের জন্য নির্ধারিত চারটি ভেন্যু মস্কো, সোচি, সেন্ট পিটার্সবার্গ এবং কাজানে এই নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। টুর্নামেন্টের জন্য আগত সমর্থকদের অবশ্যই তাদের নাম এবং বিস্তারিত তথ্য রেজিস্ট্রি করে আইডিকার্ড নিতে হবে। স্টেডিয়ামে প্রবেশের জন্য সেটি অবশ্যই থাকতে হবে। ২০১৬ ইউরো কাপের সময় যে রকম বর্ণবাদী সহিংসতার ঘটনা ঘটেছিল সে ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে খুবই সজাগ রয়েছে রুশ কর্তৃপক্ষ। মার্শেইয়ে রুশ এবং ইংলিশ সমর্থকদের মধ্যে সংঘটিত ওই ঘটনায় কমপক্ষে ৩৫ জন সমর্থক আহত হয়েছিল, যাদের বেশিরভাগ ইংলিশ। এ সময় স্টেডিয়ামে বর্ণবাদী আচরণের ঘটনাও ঘটেছিল। যেটি নিয়ে খুবই সচেতন রুশ কর্তৃপক্ষ। গত মাসে সুচিতে একটি কার্নিভালে এ বিষয়টি নিয়েই বেশি আলোকপাত হয়েছে। ইউরো ২০১৬ ও আগামী বছর বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাঝখানে এই কনফেডারেশন্স কাপ আয়োজনের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জার্মানির কোচ জোয়াকিম লো। মূল তারকাদের বিশ্রামে রেখে অনভিজ্ঞদের নিয়ে স্কোয়াড ঘোষণার সময় তিনি এ জন্য কোন ধরনের দুঃখ প্রকাশ না করে বলেন, ২০২১ সালে যদি এটির আয়োজন না হয় তাহলে আমি কোন ধরনের কষ্ট পাব না। ৫৭ বছর বয়সী এই কোচ স্পষ্ট করেই বলে দিয়েছেন, তার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী বছরের বিশ্বকাপ। কনফেড কাপের জন্য ঘোষিত তার স্কোয়াডের মাত্র তিনজনের আছে সম্মিলিতভাবে ১০৪টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের অভিজ্ঞতা। তারা ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন। এর বাইরে লো তার দলে অন্তর্ভুক্ত করেছেন ৭ নতুন মুখ।
×