ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘মেসি মহান রোনাল্ডো সেরা’

প্রকাশিত: ০৭:১৪, ১৭ জুন ২০১৭

‘মেসি মহান রোনাল্ডো সেরা’

স্পোর্টস রিপোর্টার ॥ লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে জম্পেশ লড়াই চলছে গত কয়েক বছর ধরেই। দু’জনই বিগত বছরগুলোতে ফিফাসেরা হয়েছেন। সব ব্যক্তিগত পুরস্কার বগলদাবা করেছেন। ২০১৭ সালেও ফিফা বর্ষসেরার দৌড়ে এগিয়ে আছেন রোনাল্ডো। এই দুই সুপারস্টারকে সুযোগ পেলেই প্রশংসায় ভাসান অনেকে। শেষ হওয়া মৌসুমটা অবশ্য খুব একটা ভাল কাটেনি মেসির। প্রতিদ্বন্দ্বী রোনাল্ডোর চেয়ে অনেকটাই ছিলেন মিয়ম্রান। এরপরও আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসার মানুষের অভাব নেই। অবশ্য বার্সিলোনা খুব একটা সাফল্য না পেলেও ২০১৬-১৭ মৌসুমটা ব্যক্তিগতভাবে দারুণ কেটেছে মেসির। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৫৪ গোল। গত জুলাইয়ে বার্সিলোনায় যোগ দেয়া ডেনিস সুয়ারেজ ন্যুক্যাম্পে নিজের প্রথম মৌসুম শেষে সতীর্থদের প্রসঙ্গে বলতে গিয়ে বিশেষ করে মেসির কথা বলেছেন। প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টাইন তারকাকে। সুয়ারেজ বলেন, আমি মেসিকেই হাইলাইট করব। সে সবার সেরা। এমএসএন খ্যাত মেসি, লুইস সুয়ারেজ ও নেইমারকে নিয়ে গড়া বার্সার আক্রমণ ভাগের খেলোয়াড় ত্রয়ীর সঙ্গে ভাল সম্পর্ক আছে জানিয়ে তিনি বলেন, প্রথমদিনই তারা আমাকে অভিনন্দন জানিয়েছিল। এই তিনজনের সঙ্গে আমার দারুণ সম্পর্ক আছে। যদিও লুইস (সুয়ারেজ) সঙ্গে আমার সবচেয়ে ভাল সম্পর্ক। ড্রেসিং রুমে আমি তার পাশেই থাকি। বার্সিলোনার জন্য ২০১৬-১৭ মৌসুমটা আশানুরূপ হয়নি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগা শিরোপা হারাতে হয়েছে। জুভেন্টাসের কাছে হেরে বিদায় নিতে হয় চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল থেকে। তবে আগামী মৌসুম নিয়ে আশাবাদী সুয়ারেজ বলেন, অবিশ্বাস্য হবে। আমি আশাকরি, আমরা তিনটি শিরোপার সবগুলোই জিতব। এবার ফিফা বর্ষসেরার দৌড়ে এগিয়ে আছেন রোনাল্ডো। অনেকের মতো কথাটা আরেকবার স্মরণ করিয়ে দিয়েছেন রোনাল্ডোর জাতীয় দলের সাবেক সতীর্থ হুগো আলমেইডা। তিনি অকপটে বলে দিয়েছেন, বর্ষসেরা স্বীকৃতি সি আর সেভেনের হাতেই উঠবে। এবার রোনাল্ডোর সামনে মেসির সমান রেকর্ড পাঁচবার ব্যালন ডি’অর জেতার হাতছানি। আলমেইডা বলন, অবশ্যই রোনাল্ডো ব্যালন ডি’অর জিতবে। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে সে। আপনি আর কী চাইতে পারেন? কোন সন্দেহ নেই যে, সে ব্যালন ডি’অর জিতবে। অসাধারণ একটি মৌসুম পার করলেও এখনও মাদ্রিদে কিছু সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হচ্ছে পর্তুগীজ তারকাকে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলস্কোরার রোনাল্ডো। বিষয়টি ব্যথিত করেছে আলমেইডাকেও। এ প্রসঙ্গে তিনি বলেন, এটা অন্যায্য। কারও কাছে তার আর কিছু প্রমাণ করার নেই। প্রতি বছরই সে দুর্দান্ত কিছু করছে, রেকর্ড গড়ছে। মানুষ মনে করছে, পিছিয়ে যাবে কিন্তু তা ভুল প্রমাণ হচ্ছে। সে আরও অধিক শক্তিশালী হয়ে উঠছে। রোনাল্ডো বিশ্বের সেরা, সে একটি মেশিন।
×