ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আরও ৩ বছর বার্সায় মারলন

প্রকাশিত: ০৭:১৩, ১৭ জুন ২০১৭

আরও ৩ বছর বার্সায় মারলন

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের জুলাইয়ে ধারে ফ্লুমিনেন্স থেকে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনায় যোগ দেন ব্রাজিলের তরুণ প্রতিভাবান ডিফেন্ডার মারলন। এরইমধ্যে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন তিনি। যে কারণেই এক বছর পার হতে না হতেই কাতালান ক্লাবটিতে স্থায়ী হয়ে গেলেন মারলন। বুধবার বার্সিলোনা তাদের ওয়েবসাইটে ঘোষণা করে যে, আগামী তিন বছরের জন্য বার্সার সাথে নতুন করে চুক্তি স্বাক্ষর করেছেন মারলন। এতে দারুণ উচ্ছ্বসিত ব্রাজিলিয়ান রক্ষণসৈনিক। এটাকে নিজের প্রতিভাকে কাজে লাগানোর দারুণ এক সুযোগ বলে মন্তব্য করেছেন তিনি। মাত্র ২১ বছর বয়স মারলনের। গত মৌসুমে বার্সিলোনার ‘বি’ দলের হয়ে ২৪ ম্যাচে খেলেছেন তিনি। গত বছরের নবেম্বরে লুইস এনরিকের দলেও ডাক পেয়েছিলেন সেলেসাওদের এই তারকা ফুটবলার। সেল্টিকের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে। স্প্যানিশ লা লিগায় নিজেদের শেষ দুই ম্যাচেও বার্সার হয়ে খেলার সুযোগ পান এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। কাতালানদের আরেক রক্ষণসৈনিক জেরার্ড পিকের বদলি হিসেবে লাস পালমাস এবং এইবারের বিপক্ষে পুরো ৯০ মিনিটই খেলে নিজের জাত চেনান তরুণ এই ফুটবলার। কিন্তু গত বছরটা মোটেই ভাল কাটেনি বার্সিলোনার। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হাতছাড়া করেছে তারা।
×