ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

স্কটিশদের ঐতিহাসিক জয়

প্রকাশিত: ০৭:১২, ১৭ জুন ২০১৭

স্কটিশদের ঐতিহাসিক জয়

স্পোর্টস রিপোর্টার ॥ আগে কখনও পারেনি তারা। ২৪ বার আইসিসির পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে ওয়ানডে খেলেছে স্কটল্যান্ড। কিন্তু জিততে পারেনি। অবশেষে সেই খরা কাটলো নিজ দেশের মাটিতে। সফরকারী জিম্বাবুইয়েকে প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি অনুসারে ২৬ রানে হারিয়ে দিয়েছে তারা। প্রথমবার কোন টেস্ট খেলুড়ে দলকে হারিয়ে দেয়ায় এক ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে স্কটিশ ক্রিকেট। স্কটল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমে বিশাল সংগ্রহ গড়ে। তারা ৬ উইকেটে ৩১৭ রানের ইনিংস পায় কাইল কোয়েটজারের সেঞ্চুরিতে। ক্যারিয়ারের চতুর্থ শতক হাঁকিয়ে তিনি ১০৯ রান করে সাজঘরে ফেরেন। মাত্র ৮৮ বলে শতক হাঁকানোর পর ১০১ বলে ১৩ চার ও ২ ছক্কায় এ রান করার পর আউট হন তিনি। এরপর ক্রেইগ ওয়ালেস ও মাইকেল লিয়াস্কের ৮৩ রানের দ্রুতগতির ষষ্ঠ উইকেট জুটি স্কটিশদের বড় সংগ্রহ পাইয়ে দেয়। ওয়ালেস ৫৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৫৮ এবং লিয়াস্ক বিধ্বংসী ব্যাটিং করে ৩৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৯ রান করেন। ৬ উইকেটে ৩১৭ রানের সংগ্রহ পায় স্কটল্যান্ড। জবাব দিতে নেমে সোলোমন মিরের ৪০, হ্যামিল্টন মাসাকাদজার ৩৮ ভাল শুরু এনে দিয়েছিল জিম্বাবুইয়েকে। শন উইলিয়ামস ৫৯ বলে ৯ চার ও ১ ছক্কায় ৭০ রান করে দলকে সঠিক পথে রাখেন। ৪৩ ওভারে জিম্বাবুইয়েকে ২৯৯ রানের লক্ষ্য বেঁধে দেয়া হয়। ম্যালকম ওয়ালার দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ৬২ বলে ৯২ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন ১০ চার ও ৫ ছক্কায়। তিনি আউট হওয়ার পর আর পারেনি জিম্বাবুইয়ে। কন ডি ল্যাঙ্গ ৫ উইকেট শিকার করেন। ৪১.৪ ওভারে ২৭২ রানে গুটিয়ে যায় জিম্বাবুইয়ে। ২৬ রানের জয় পায় স্কটল্যান্ড। বরখাস্ত সাউদাম্পটন কোচ স্পোর্টস রিপোর্টার ॥ কোচ পদ থেকে ক্লডে পুওলকে বরখাস্ত করেছে ইংলিশ ক্লাব সাউদাম্পটন। মাত্র এক মৌসুম দায়িত্ব পালনের পর তাকে ছাঁটাই করা হলো। ২০১৬ সালে রোনাল্ড কোমানের স্থলাভিষিক্ত হয়েছিলেন পুওল। রোনাল্ড দুই বছরের জন্য এভারটনের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় সাউদাম্পটনে কোচের পদটি শূন্য হয়। অষ্টম স্থানে থেকে ইপিএল শেষ করলেও তারা ১৬টি ম্যাচে পরাজিত হয়েছে। এফএফ কাপ ও ইউরোপা লীগে আগেভাগেই বিদায় নিয়েছে। যে কারণে তাকে বিদায় করা হলো। পুওলের স্থানে বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক বস থমাস টাচেল ও আলাভেসের সাবেক কোচ মরিসিও পেলেগ্রিনো এগিয়ে আছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। এছাড়া দ্বিতীয় সারির দল রিডিংকে প্লেঅফ ফাইনালে উঠানো কোচ জাপ স্টামও এই তালিকায় আছেন। ৫৫ বছর বয়সী পুওলের অধীনে অষ্টম স্থানে থেকে এবারের ইপিএল শেষ করেছে সাউদাম্পটন। লীগ কাপ ফাইনালে তারা ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরাজিত হয়েছে। গত মে মাসে প্রিমিয়ার লীগের শেষ ম্যাচে ঘরের মাঠ সেন্ট মেরিসে সাউদাম্পটন ১-০ গোলে স্টোক সিটির কাছে হেরেছিল। যে কারণে সমর্থকদের তোপের মুখে পড়েন সাবেক মোনাকো, লিলি, লিঁও ও নাইস কোচ।
×