ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশে আসছে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৭:১১, ১৭ জুন ২০১৭

বাংলাদেশে আসছে পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী আগস্টের শেষ ভাগে বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। দুই বছর আগেই এই সফরটি করার কথা ছিল তাদের। কিন্তু নিরাপত্তার সমস্যা দেখিয়ে পরবর্তীতে সফর বাতিল করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কিন্তু এ বছরের শুরুতেই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসার ব্যাপারে সম্মত হয়েছে। ইতোমধ্যে দুই টেস্ট সিরিজের জন্য দলও ঘোষণা করেছে সিএ। ১৩ সদস্যের সেই দলে নেই গতিময় পেসার মিচেল স্টার্ক। ইনজুরির কারণেই মূলত তিনি ছিটকে গেছেন দল থেকে। কিন্তু দল ঘোষণা করলেও বাংলাদেশ সফর এখনও অনিশ্চয়তার মধ্যেই আছে বলে দাবি করেছে অসি গণমাধ্যম। কারণ সিএ’র সঙ্গে বেতনভাতা নিয়ে সঙ্কট চলছে ক্রিকেটারদের। তবে সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। আগামী ২৮ আগস্ট বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার কথা স্বাগতিক বাংলাদেশের। ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু সেবার নিরাপত্তা সমস্যার কথা জানিয়ে আর আসেনি অসিরা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সবধরনের নিশ্চয়তা দেয়া হয়েছিল সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের। অসিরা পূর্ব নির্ধারিত সেই দ্বিপাক্ষিক সিরিজ বাতিল করায় পরবর্তীতে বাংলাদেশ দল জিম্বাবুইয়ের বিরুদ্ধে সিরিজ খেলে। এবার বাংলাদেশ সফরে আসার ক্ষেত্রে সবুজ সঙ্কেত দিয়েছে সিএ। কিন্তু ক্রিকেটারদের সঙ্গে বেতনভাতা ইস্যুতে যে সঙ্কটের উৎপত্তি সেটার সমাধান না হওয়া পর্যন্ত সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিনা অসিরা সেটা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে হয়তো ক্রিকেটাররা বয়কটও করতে পারে বাংলাদেশ সফর। কিন্তু ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা আছে তাদের। মূল সিরিজ শুরুর আগে ১০ দিন সময় পাবে তারা পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য। এ সময় তারা প্রস্তুতি ম্যাচও খেলবে। কিন্তু সিএ এবং ক্রিকেটার্স এ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (এসিএ) যদি একটি সমঝোতা স্বাক্ষর করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে আবার বাংলাদেশ সফর বাতিল হতে পারে। গত মার্চে ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেই সফরে পায়ের ইনজুরিতে পড়েছিলেন স্টার্ক। পায়ে হওয়া সেই ফ্র্যাকচার এখনও ঠিক হয়নি স্টার্কের। এজন্য বিশ্রামে রেখেছে তাকে সিএ। কারণ নবেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে মর্যাদার এ্যাশেজ সিরিজের পুরোটা সময়ই স্টার্ককে পেতে চায় অসিরা। স্টার্কের পাশাপাশি ঘোষিত দল থেকে বাদ দেয়া হয়েছে স্পিনার স্টিভ ও’কেফেকেও। তবে জেমস প্যাটিনসন ও এ্যাস্টন আগার ফিরেছেন দলে। নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হনস এ বিষয়ে বলেন, ‘পুনেতে যখন স্টিভ ও’কেফে দারুণ বোলিং করেছিল তখন দারুণ আস্থার সৃষ্টি হয়েছিল। কিন্তু সিরিজের পরবর্তী ম্যাচগুলোয় সেটা ধরে রাখতে পারেনি সে। কিন্তু এখন আবার মনে হচ্ছে তার দলে ফেরার সময় হয়েছে। অলরাউন্ডার হিসেবে তার যে সামর্থ্য আছে সেটা প্রমাণ করার একটি সুযোগ দেয়া যেতে পারে। আর এ্যাস্টন তার দারুণ ফর্ম দিয়ে আমাদের নজর কেড়েছে। আমরা বিশ্বাস করি তার বোলিং যে অবস্থানে আছে সেক্ষেত্রে খুব সহজেই উচ্চ পর্যায়ে প্রতিযোগিতায় নামতে পারে। নাথান লিয়নের সঙ্গে সে খুব ভাল কাজ করেছে। দু’জন মিলে আমরা বিশ্বাস করি যে খুব ভাল একটি অলরাউন্ড প্যাকেজ তৈরি করবে।’ বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া টেস্ট দল ॥ স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, এ্যাস্টন আগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, উসমান খাজা, নাথান লিয়ন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু ওয়েড ও ম্যাথু রেনশ’।
×