ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাকিস্তানকে নিয়ে সতর্ক কোহলি

প্রকাশিত: ০৭:১০, ১৭ জুন ২০১৭

পাকিস্তানকে নিয়ে সতর্ক কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের টিকেট নিশ্চিতের দিনেই ওয়ানডেতে দ্রুত ৮ হাজার রান সংগ্রহের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। তবে রেকর্ড নয়, ভারত অধিনায়কের মাথায় এখন কেবলই পাকিস্তান। শিরোপা ধরে রাখার দ্বৈরথে চিরশত্রুরাই যে তাদের প্রতিপক্ষ। ক্রেজি কোহলি এমনিতে পাকিস্তানকে নিয়ে খুব বেশি কথা বলতে চান না। বৃহস্পতিবার সেমিতে জয়ের পর তবু সংবাদকর্মীদের পীড়াপীড়ির মুখে ফাইনাল নিয়ে সতীর্থদের সতর্ক বার্তাই দিয়েছেন তিনি। বলেছেন, ‘টুর্নামেন্টে পাকিস্তানের পারফর্মেন্সে আমি খুবই প্রভাবিত। এক কথায় ওরা দুর্দান্ত খেলছে। ফাইনালে পাকিস্তান আমাদের জন্য বড় রকমের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে। সেভাবে সতর্কতার সঙ্গে গেমপ্ল্যান তৈরি করতে হবে।’ বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে আসার দিনে দারুণ এক রেকর্ড গড়েন কোহলি। ওয়ানডেতে দ্রুততম ৮ হাজার রান সংগ্রহের নতুন ইতিহাস তৈরি করেন তিনি। ১৭৫তম ইনিংসে এই মাইলস্টোনে পা রাখেন সময়ের অন্যতম সফল এই ব্যাটসম্যান। রেকর্ড গড়তে বিরাট পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডি ভিলিয়ার্সকে। বর্তমান প্রোটিয়া অধিনায়ক ৮০০০ রান পূর্ণ করেছিলেন ১৮২ ইনিংসে। তার ৭ ইনিংস আগেই কোহলি ৮ হাজার পূর্ণ করে নতুন রেকর্ড গড়লেন। সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৮ হাজার রান করেছেন ২৮ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। রেকর্ড গড়তে বাংলাদেশের বিপক্ষে সেমিতে আর ৮৮ রান করতে হতো। ৭,৯১২ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন বিশ্বের আলোচিত এ তারকা। ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে নতুন রেকর্ড গড়তে সময় নেননি। সাব্বির রহমানের বল লং-অনে পাঠিয়ে এক রান নিয়ে ৮ হাজার রান পূর্ণ করেন ডানহাতি এ ব্যাটসম্যান। ৯৬ রানের ইনিংস খেলে বিরাট ভারতকে ফাইনালে উঠিয়েছেন। ১৮৩ ওয়ানডেতে কোহলির রান এখন ৮০০৮। হাঁকিয়েছেন ২৭ সেঞ্চুরি ও ৪২টি হাফ সেঞ্চুরি। কোহলির আগে কম ইনিংসে দ্রুত ৮ হাজারি ক্লাবে নাম লেখান তিন ভারতীয়র তালিকায়Ñ সৌরভ গাঙ্গুলী (২০০ ইনিংস) ও শচীন টেন্ডুলকর (২১০)। এছাড়া শিখর ধাওয়ান এদিন গ্রেট সৌরভকে (৬৬৫) টপকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি ৬৮০ রানের নতুন নজির স্থাপন করেন। তামিম ইকবাল ও মুশফিকুর রহীম জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে এক পর্যায়ে ২ উইকেটে ১৫৪ রান তুলে ভারতকে চোখ রাঙাচ্ছিল টাইগাররা। স্বীকৃত বোলারদের ব্যর্থতায় তখন অকেশনাল কেদার যাদবকে আক্রমণে আনেন কোহলি। এই দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেন যাদব। ফটকাটা কোহলি করেছিলেন নাকি সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির পরামর্শে, ‘আমি এই জয়ের পুরো কৃতিত্ব নিতে পারব না। আমি এমএসকে (ধোনি) জিজ্ঞেস করেছিলাম, আর আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম এমন মুহূর্তে অফ-স্পিনারদের বল করতে নিয়ে আসার।’ ম্যাচে অফস্পিনার যাদবের বোলিং ফিগার ৬-০-২২-২। কোহলি আরও যোগ করেন, ‘কেদার যদিও নেটে খুব বেশি বল করেনি। কিন্তু ও খুব স্মার্ট ক্রিকেটার। ও জানে কিভাবে ব্যাটসম্যানদের সমস্যায় ফেলা যায়। আর তুমি যদি সেভাবে বল করতে পার তা হলে সেটা কাজ করবেই। আমার মতে, এদিন ও সেটা দারুণভাবে কাজে লাগিয়েছে।’ অপরাজিত ১২৩ রানের ইনিংস উপহার দিয়ে ম্যাচসেরা হয়েছেন ওপেনার রোহিত শর্মা। তিনি বলেন, ‘আমি ভাল টাচে ছিলাম। লক্ষ্য ছিল বড় একটা ইনিংস। টিম যে ম্যাচ জিতল তাতে অবদান রাখতে পেরেছি বলেই বেশি খুশি।’ ক্রিজে অপর প্রান্তে ৭৮ বলে ৯৬ রানের ইনিংস খেলে অপরাজিত অধিনায়ক কোহলিকে নিয়ে ওয়ানডেতে রেকর্ড দু’দুটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত বলেন, ‘দেখে মনে হচ্ছিল বিরাট যেন আগের রাত থেকে ব্যাট করছিল। অসাধারণ নেতৃত্বও দিয়েছে।’ রবিবার কেনিংটন ওভালে টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে মোকাবিলা করবে কোহলির ভারত। বিশ্ব ক্রিকেটের দৃষ্টি এখন সেদিকেই।
×