ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সজীব কুমার বসু

বি সি এস প্রস্তুতিমূলক পর্ব ০৫

প্রকাশিত: ০৬:৫৫, ১৭ জুন ২০১৭

বি সি এস প্রস্তুতিমূলক পর্ব ০৫

প্রাবন্ধিক বি.এ (সম্মান) ১ম শ্রেণি এম. এ ১ম শ্রেণি এম. ফিল গবেষক, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় (1) We waited until the plane (a) did not take off (b) took off (c) had not taken off (d) had taken off (2) The orator had been left the auditorium before the audience stood up (a) had been left (b) was left (c) had left (d) not improvement (3) Which is in singular number? (a) lice (b) errata (c) phenomenon (d) mice (4) Which of the following words can be both masculine and feminine? (a) Gender (b) Spinster (c) Spouse (d) Actor (5) What is the meaning of Ôrun riotÕ? (a) behave in a lawless way (b) behave in a good way (c) behave in a lawful way (d) behave in a legal way (৬) ৪(ধ+ন), ১০(ধ-ন), এবং ১২(ধা-না) এর গ. সা. গু কত? (ক) ধ-ন (খ) ধ+ন (গ) ২ (ঘ) ১২(ধা-না) (৭) ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দু’জন লোক কমিয়ে দিলে কাজটি করতে শতকরা কত দিন বেশি লাগবে? (ক) ২৫% (খ) ৫০% (গ) ৩০% (ঘ) ৪৫% (৮) যদি ১২ জন লোক ৪ দিনে ২৮৮০ টাকা আয় করে, তবে ৮ জন লোক কতদিনে সমপরিমান টাকা আয় করবে? (ক) ৩ দিনে (খ) ৪ দিনে (গ) ৫ দিনে (ঘ) ৬ দিনে (৯) মেহের ও আজিজের মাসিক বেতনের অনুপাত ৭ : ৫ এবং তাদের মাসিক বেতনের সমষ্টি ১২০০ টাকা। তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে ২০০ টাকা ও ১৫০ টাকা। এক বছর পর তাদের বেতনের অনুপাত কত হবে। (ক) ১২০ : ১০৩ (খ) ১৪৪ : ১০৩ (গ) ১৪৪ : ১০৪ (ঘ) ১৪৪ : ১০৫ (১০) একটি বই ২৭৫ টাকায় বিক্রয় হলে ২৫% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রয় হলে ১০% লাভ হবে? (ক) ২১০ টাকা (খ) ২৪২ টাকা (গ) ২২১ টাকা (ঘ) ২৪০ টাকা উত্তরঃ ১-খ, ২-গ, ৩-গ, ৪-গ, ৫-ক, ৬-গ, ৭-খ, ৮-ঘ, ৯-খ, ১০-খ।
×