ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোঃ ফজলুর রহিম রিমন

উচ্চ মাধ্যমিক হিসাববিজ্ঞান

প্রকাশিত: ০৬:৫৩, ১৭ জুন ২০১৭

উচ্চ মাধ্যমিক হিসাববিজ্ঞান

প্রভাষক হিসাববিজ্ঞান হলিফ্লাওয়ার মডেল কলেজ ঝিগাতলা, ঢাকা। ইমেইল- ৎরসড়হ০১@ুসধরষ.পড়স মোবাইল : ০১৬৮০৫৫১৬৫৪ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। আজ তোমাদের জন্য থাকছে শেয়ার ইস্যু সংক্রান্ত অংক ও তার সমাধান। বেক্সিমকো লি: প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ খানি শেয়ারের অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত। কোম্পানী উহার ৫০% শেয়ার বিক্রয়ের জন্য বিবরন পত্র ইস্যু করল। ইস্যুকৃত শেয়ারের থেকে ১০% বেশি আবেদন পত্র পাওয়া গেল। অতিরিক্ত আবেদনের টাকা ফেরত পূর্বক শেয়ারগুলো যথারীতি বন্টিত হলো। শেয়ার বিক্রয় বাবদ অবলেখককে ২০০০ টাকা কমিশন প্রদান করা হলো। ক) কত শেয়ারের আবেদন পত্র পাওয়া গেল তার পরিমান নির্ণয় কর। খ) প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। গ) ব্যাংক হিসাব ও আর্থিক বিবরনী প্রস্তত কর।
×