ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সঙ্কট বাড়ছে রাঙ্গামাটিতে

প্রকাশিত: ০৬:৫০, ১৭ জুন ২০১৭

সঙ্কট বাড়ছে রাঙ্গামাটিতে

নানামুখী সঙ্কট বাড়ছে রাঙ্গামাটিতে। এরমধ্যে পাম্পগুলোতে কমেছে জ্বালানির মজুদ। বাজারে দাম বেড়েছে নিত্যপণ্যের। পাহাড় ধসে বিপর্যস্ত রাঙ্গামাটির জনজীবনে চলমান কষ্টের সঙ্গে যোগ হচ্ছে নতুন নতুন কষ্ট। ধীরে ধীরে বড় হয়ে উঠছে নানামুখী সংকট। সড়ক যোগাযোগ বন্ধ বলে, জ্বালানিবাহী কোন পরিবহনই যেতে পারছে না পাহাড়ী এই শহরে। ফলে, পাম্পগুলোতে ফুরিয়ে এসেছে তেলের মজুদ। বাড়তি টাকা দিয়েও মিলছে না চাহিদা মতো জ্বালানি। কেরোসিন বিক্রি হচ্ছে তিনগুণ বেশি দামে। একই সংকট পণ্যের বাজারেও। কাঁচা তরিতরকারির সরবরাহ কমেছে। কমেছে অন্য পণ্যের যোগানও। ফলে কয়েকগুণ বেড়েছে বেশিরভাগ পণ্যের। যা বাড়তি বেকায়দায় ফেলেছে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের। এদিকে, বিদ্যুত সরবরাহ কবে স্বাভাবিক হবে তা এখনো অনিশ্চিত। কেননা, মূল লাইনের বেশিরভাগ খুঁটিই উপড়ে পড়েছে। তাতে তিনদিন ধরে বিদ্যুত নেই জেলায়। এ কারণে, সংকট বেড়েছে বিশুদ্ধ পানির। এসব সংকট দ্রুত সুরাহা না হলে মানবিক বিপর্যয় বাড়বে রাঙ্গামাটিতে-এমন আশঙ্কা সংশ্লিষ্টদের। -স্টাফ রিপোর্টার
×