ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বেহাল দশা চট্টগ্রাম মেডিক্যালে

প্রকাশিত: ০৬:৪৯, ১৭ জুন ২০১৭

বেহাল দশা চট্টগ্রাম মেডিক্যালে

স্টাফ রিপোর্টার ॥ সরকারী পর্যায়ে একমাত্র আইসিইউ সুবিধা আছে চট্টগ্রাম মেডিক্যালে। যেখানে বিনামূল্যে আইসিইউ সুবিধা পান সঙ্কটাপন্ন রোগীরা। কিন্তু হতাশার বিষয়, বৃহত্তর চট্টগ্রামের কোটি মানুষের চিকিৎসার ভরসা এ হাসপাতালে বেড আছে মাত্র ১২টি। এর মধ্যে ছয়টিই অচল। নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদযন্ত্র ও কিডনির নানা সমস্যায় জটিল পরিস্থিতিতে রোগীকে চিকিৎসা দেয়া হয় নিবিড় পর্যবেক্ষণে রেখে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা এ রকম রোগীর সংখ্যা দৈনিক ১০ থেকে ১৫ জন। তবে সঙ্কটাপন্ন এসব রোগীর চিকিৎসার জন্য এ হাসপাতালে কেয়ার ইউনিট বা আইসিইউ বিভাগে শয্যা আছে মাত্র ১২টি। যার অর্ধেকেরই নষ্ট নানা যন্ত্রাংশ। ফলে চালু আছে ৬টি বেড। কেবল যন্ত্রাংশ নয়, প্রতিষ্ঠার পর থেকে ই বিভাগে নিয়োগ দেয়া হয়নি কোন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। অন্য বিভাগের চিকিৎসক ও নার্স দিয়ে চলছে বিভাগটি। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। তবে পুরনো যন্ত্রাংশ মেরামতের পাশাপাশি নতুন কিছু শয্যা সংযোজনে নানা উদ্যোগের কথা জানান হাসপাতালের পরিচালক। এছাড়া দক্ষ চিকিৎসক ও নার্স নিয়োগের ব্যাপারে প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। অতিবর্ষণে সিলেট নগরীতে জলজট স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ বুধবার ভোর থেকে টানা বৃষ্টিতে সিলেট শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বাসাবাড়িতে পানি প্রবেশ করার ফলে বাসিন্দারা দুর্ভোগের মুখে পড়েছেন। ব্যস্ততম সড়কগুলোতে জলজটে বাধাগ্রস্ত হচ্ছে যানবাহন চলাচল। দিনেরবেলা বিভিন্ন সড়কে দেখা দেয় দীর্ঘ যানজট। বিপণিবিতানগুলোতে ঢুকে পড়েছে রাস্তার পানি। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষকে। অতিবৃষ্টিতে নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, বারুতখানা, হাওয়াপাড়া, নাইওরপুল, মির্জাজাঙ্গাল, মনিপুরী রাজবাড়ি, রায়নগর, দরগাহ গেটসহ অধিকাংশ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। জিন্দাবাজারের শুকরিয়া মার্কেট, আহমদ ম্যানশন, জালালাবাদ হাউজ, ইদ্রিছ মার্কেট ও রাজা ম্যানশনের ভেতরে পানি ঢুকে পড়েছে।
×