ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বনানীর নিখোঁজ তিন যুবক জঙ্গীকাণ্ডে জড়িয়েছে কিনা নিশ্চিত নয় ॥ আইজি

প্রকাশিত: ০৬:৪৬, ১৭ জুন ২০১৭

বনানীর নিখোঁজ তিন যুবক জঙ্গীকাণ্ডে জড়িয়েছে কিনা নিশ্চিত নয় ॥ আইজি

স্টাফ রিপোর্টার ॥ পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক জানিয়েছেন, বনানীর নিখোঁজ তিন যুবক জঙ্গীকাণ্ডে জড়িয়েছে কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় মসজিদে আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা জানান। গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গী হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গীদের নির্মূলে সফল হয়েছে দাবি করে আইজিপি জানান, ঈদের সময় দেশে কোন ধরনের জঙ্গী হামলারও আশঙ্কা নেই। আজান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৩ প্রতিযোগীর মধ্যে ঢাকা মহানগর পুলিশের নায়েক সাইফুল ইসলাম প্রথম, নৌ পুলিশ ঢাকার এ এস আই এম মহিউদ্দিন দ্বিতীয় ও বরিশাল জেলা পুলিশের এ এস আই আবুল বাসার তৃতীয় স্থান অর্জন করেন। কিরাত প্রতিযোগিতায় ২৩ প্রতিযোগীর মধ্যে রাঙ্গামাটি জেলার এ এস আই রুহুল আমিন প্রথম স্থান, সিলেট মহানগর পুলিশের কনস্টেবল মজিবুর রহমান দ্বিতীয় ও ঢাকা মহানগর পুলিশের নায়েক সাইফুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করেন। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে ইসলামের ভূমিকা শীর্ষক রচনা প্রতিযোগিতায় ১৪ জন অংশ নেন। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের এ এস আই জাহাঙ্গীর আলম প্রথম স্থান, পুলিশ সদর দফতরের উচ্চমান সহকারী মোহাম্মদ আনিসুর রহমান দ্বিতীয় স্থান এবং সিআইডি’র স্টেনো-টাইপিস্ট ওমর ফারুক তৃতীয় স্থান অর্জন করেন। চট্টগ্রামে হকারদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ আহত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকা পুলিশ ও হকারদের সঙ্গে সংঘর্ষে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। যানজট নিরসনের লক্ষ্যে শুক্রবার বিকেলে হকারদের রাস্তা থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করা হলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এতে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া এবং একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে পুলিশ সদস্যরা রাস্তা দখল করে বসা হকারদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এ সময় ক্ষিপ্ত হয়ে হকাররা চড়াও হয় পুলিশের ওপর। শুরু হয় ধাওয়া পাল্টাধাওয়া এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শট গানের গুলি ছোড়ে। হকারদের দিক থেকে ছোড়া ইটের আঘাতে আহত হন দুই পুলিশ সদস্য। তারা হলেন এসআই রাজিব পাল এবং কনস্টেবল মামুনুর রশীদ। দু’জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, চট্টগ্রাম নিউমার্কেট এলাকায় ফুটপাত এবং রাস্তা দখল করে হকারদের দোকানের পসরা একটি স্বাভাবিক চিত্র হয়ে দাঁড়িয়েছে। ফুটপাত ছাড়িয়ে সড়কের প্রায় অর্ধেকজুড়ে দখলদারিত্ব এমনই যে, সাধারণ মানুষের হাঁটাচলাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঈদকে সামনে রেখে রীতিমত সড়ক এবং ফুটপাতে প্লাস্টিকের ছাউনি গড়া হয়েছে।
×